২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উত্তেজনার মাঝেই বেলগরোদে জরুরি অবস্থা জারি করল রাশিয়া

- ছবি : ইউএনবি

ইউক্রেনের আগ্রাসনে বেলগরোদ অঞ্চলে উত্তেজনার মাঝেই সেখানে জরুরি অবস্থা জারি করেছে রাশিয়া।

বুধবার (১৪ আগস্ট) বেলগরোদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ক্রমবর্ধমান পরিস্থিতির কারণে বেলগোরোদ অঞ্চলে আঞ্চলিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে এই জরুরি অবস্থাকে ফেডারেল পর্যায়ে উন্নীত করার কথা বিবেচনা করছে কর্তৃপক্ষ।

ওই ভিডিওতে গ্লাদকভ বলেন, ‘বেলগরোদ অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত ইউক্রেনের সশস্ত্র বাহিনীর গোলাবর্ষণে এখানকার বাড়িঘর ধ্বংসের পাশাপাশি বেসামরিক নাগরিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটছে।’

‘জনগণকে সুরক্ষা দিতে এবং ক্ষতিগ্রস্তদের আরও সহায়তা দেয়ার জন্য আমরা আজ থেকে পুরো বেলগরোদ অঞ্চলজুড়ে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।’

পরিস্থিতির উন্নতি না হলে শিগগিরই ওই অঞ্চলে ফেডারেল স্তরের জরুরি অবস্থা জারির জন্য ফেডারেল কমিশনের কাছে আবেদন করা হবে বলে জানান তিনি। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement