কুরস্কে পারমাণবিক নিরাপত্তায় ইউক্রেন-রাশিয়াকে সংযত হওয়ার আহ্বান
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ আগস্ট ২০২৪, ২১:১৩
রাশিয়ার কুরস্ক অঞ্চলে পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেন ও রাশিয়াকে ‘সর্বোচ্চ সংযম প্রদর্শনের’ আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান।
শুক্রবার (৯ আগস্ট) রাতে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে বলেছেন, সংস্থাটি কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে কথিত সামরিক তৎপরতার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সশস্ত্র সংঘাতকালে ওই অঞ্চলের পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে সাতটি অপরিহার্য স্তম্ভ মেনে চলার আহ্বান জানিয়েছেন আইএইএ প্রধান।
তিনি বলেছেন, সংশ্লিষ্ট ইউক্রেনীয় ও রাশিয়ান কর্তৃপক্ষের সাথে তিনি এ ব্যাপারে যোগাযোগ করছেন।
অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে রাশিয়ার স্থায়ী মিশন এক্সে জানিয়েছে, শুক্রবার রাশিয়া আইএইএকে জানিয়েছে যে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলার পর কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে সন্দেহভাজন রকেটের টুকরো পাওয়া গেছে।
তিনি বলেন, এখন পর্যন্ত কুরচাতভ শহর, এনপিপি বা জ্বালানি অবকাঠামো স্থাপনায় সরাসরি গোলাবর্ষণ হয়নি। তবে সেখানকার পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ বলে জানিয়েছে মিশন।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা