২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাশিয়ায় ভবন ধসে নিহত ১০

- ছবি : ইউএনবি

রাশিয়ার নিঝনি তাগিল শহরে একটি আবাসিক ভবনের আংশিক ধসে পড়ায় ১০ জন নিহত হয়েছে। ভবনটিতে তল্লাশি ও উদ্ধার অভিযান শেষে নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

এর আগে, বৃহস্পতিবার (১ আগস্ট) সভের্দলোভস্ক ওব্লাস্টের নিঝনি তাগিল শহরে গ্যাস-বায়ুর মিশ্রণে বিস্ফোরণে ঘটে গ্যাসচালিত একটি পাঁচতলা ভবনের দু’টি প্রবেশদ্বার ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

বর্তমানে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হওয়ার সাথে সাথে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেন স্থানীয় গভর্নর।

এ ঘটনার পর নিঝনি তাগিলের জেরঝিনস্কি জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভবন নির্মাণে সুরক্ষা আইনে একটি ফৌজদারি মামলাও করেছে তদন্ত কমিটি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement