২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইউক্রেন যুদ্ধে পঞ্চম ভারতীয় সৈন্য নিহত

ইউক্রেন যুদ্ধে পঞ্চম ভারতীয় সৈন্য নিহত - ছবি : সংগৃহীত

ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধে আরো এক ভারতীয় সৈন্য নিহত হয়েছন। তার এক আত্মীয় সোমবার এই খবর জানিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এই পর্যন্ত পঞ্চম ভারতীয় নাগরিকের মৃত্যু নিশ্চিত হয়েছে।

হাজার হাজার বিদেশী সৈন্যের মধ্যে শত শত ভারতীয় রয়েছে বলে মনে করা হয়। মস্কো তার বাহিনীকে শক্তিশালী করার জন্য ভারতীয় সৈন্য নিয়োগ করেছে এবং নয়াদিল্লি তাদের ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছেন এবং পুতিন ভারতীয় সৈন্য ফেরত পাঠানোর ‘আশ্বাস দিয়েছেন।’

নিহত সৈন্যের ভাই অজয় ফোনে বার্তাসংস্থা এএফপিকে জানান, ২২ বছর বয়সী রবি মউন একজন প্রাইভেট রিক্রুটিং অ্যাজেন্টের মাধ্যমে পরিবহনে চাকরির প্রতিশ্রুতি দেয়ার পর জানুয়ারিতে রাশিয়া গিয়েছিলেন। কিন্তু পরে তাকে অস্ত্র প্রশিক্ষণ দেয়া হয় এবং মার্চে ইউক্রেনের সাথে সীমান্তে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়।

অজয় বলেন, ‘তার সাথে যোগাযোগ হারিয়ে ফেলার পর আমি মস্কোতে ভারতীয় দূতাবাসের কাছে গিয়েছিলাম এবং তারা আমাদের জানায়, আমার ভাই মারা গেছে।’

দূতাবাসের পক্ষ থেকে পরিবারকে মুনের লাশ শনাক্ত করতে ডিএনএ নমুনা পাঠাতে বলা হয়েছিল।

অজয় জানান, তার ভাই একবার সীমান্ত থেকে ফিরে এসেছিলেন, কিন্তু পরে আবার যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হয়।
তবে কখন তিনি মারা গেছেন তা স্পষ্ট নয়।

অজয় বলেন, ‘তারপর আমরা তার সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছিলাম।’

মউনের পরিবার তার লাশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী মোদির কাছে সাহায্যের আবেদন করে।

রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার দু’বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে তার কয়েক হাজার সৈন্য নিহত হয়েছে এবং মস্কো আরো সৈন্যের জন্য বিশ্বব্যাপী সহযোগিতা চেয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় গত সপ্তাহে বলেছিল, রাশিয়ান সেনাবাহিনীর সাথে লড়াইরত প্রায় ৫০ জন ভারতীয়কে ফিরিয়ে আনতে সরকার এখনো রুশ কর্তৃপক্ষের সাথে কাজ করছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই বছর এ পর্যন্ত আরো চার ভারতীয় সৈন্য মারা গেছে।

ভারতীয় কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের পাচারের অভিযোগে অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থীদের সংঘর্ষ : ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ‘দেশ গড়তে প্রান্তিক কৃষকদের সাথে কাজে করতে হবে’ পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের সংঘর্ষে কেউ নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির সিলেটে কর্মবিরতিতে ১১ হাজার চা-শ্রমিক, ক্ষতি ৬০ কোটি টাকা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় গ্রেফতার সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা কুলাউড়া রাস্তা জবর দখলের চেষ্টা : প্রতিপক্ষের হামলায় আহত ৭ আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো : আসিফ মাহমুদ দেবীগঞ্জে পরিত্যক্ত কাউন্টার থেকে যুবকের লাশ উদ্ধার

সকল