০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলে পরিচয় করে দেয়ায় আইওসির ক্ষমাপ্রার্থনা

- ছবি : বাসস

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া হিসেবে ভুলবশত: পরিচয় করে দেয়ার ঘটনায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্ষমাপ্রার্থনা করেছে।

ফরাসি রাজধানীতে গতকাল আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে সিন নদীনে একের পর এক অংশগ্রহণকারী দেশগুলো বিভিন্ন আকারের জলযানে চড়ে মার্চপাস্টে অংশ নেয়। এ সময় দক্ষিণ কোরিয়াকে বহনকারী জলযানটিকে যখন দেখানো হয় তখন তাদেরকে ধারাভাষ্যকার প্রথমে ফরাসি ভাষায় ও পরবর্তীতে ইংরেজীতে পরিচয় করিয়ে দেন। এ সময় তাদেরকে ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া’ হিসেবে পরচিয় করিয়ে দেয়া হয়। অথচ দক্ষিণ কোরিয়ান অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অব কোরিয়া।

আইওসি অনিচ্ছাকৃত এই ভুলের জন্য কোরিয়ান ভাষায় এক্সে এক বিবৃতিতে বলেছে, ‘উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ান দলকে পরিচয় করিয়ে দেবার সমায় অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থনা করছি।’

এমন ভুলের পর দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে বলেছে, ‘২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণার সময় দক্ষিণ কোরিয়া দলকে উত্তর কোরিয়া দল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।’

বিষয়টি নিয়ে আইওসি প্রধান থমাস বাখের সাথে আজ এক আলোচনায় বসার কথা রয়েছে ২০০৮ অলিম্পিক ভারোত্তোলন স্বর্ণপদক বিজয়ী ও দক্ষিণ কোরিয়ার উপ ক্রীড়ামন্ত্রী জ্যাং মিং-রানের।

একইসাথে এ ব্যপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ফরাসি মন্ত্রণালয়ের কাছে কঠোরভাবে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেবারও আহ্বান জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালায়।

প্রতিবাদের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার অলিম্পিক কমিটির প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও আইওসির সাথেও আলোচনার কথা রয়েছে। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
নতুন জার্মানির পুরনো রূপ, উড়িয়ে দিয়েছে হাঙ্গেরিকে বাংলাদেশের পর্যটক না যাওয়ায় ধুঁকছে কলকাতা তালেবানের কূটনৈতিক বিজয়, কিরগিজস্তানের সন্ত্রাসী তালিকা থেকে বাদ ভারতের ৬০ কিমি এলাকা দখল করে ফেলেছে চীন? জনমত সমীক্ষার পাশাপাশি তহবিল সংগ্রহেও কমলা পিছনে ফেললেন ট্রাম্পকে ধাক্কা সামলে লড়াই শ্রীলঙ্কার গাজা আমেরিকার যুদ্ধ, আমরা চোখের পলকে এই যুদ্ধ থামাকে পারি : মার্কিন প্রেসিডেন্টপ্রার্থী সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন বাড্ডায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাজিদের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা সংস্কার ও ষড়যন্ত্র এখনো সমান্তরালেই হজযাত্রার কাহিনী

সকল