০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

শান্তি আলোচনায় প্রস্তুত ইউক্রেন, কী বলছে রাশিয়া

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা - ছবি : ডয়চে ভেলে

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার পথে এখনো বিস্তর বাধা।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো যদি সদিচ্ছা নিয়ে আলোচনায় বসতে চায়, তাহলে তারাও শান্তি বৈঠক করতে প্রস্তুত।

কিন্তু ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা জানান, ‘রাশিয়ার মধ্যে সেরকম কোনো সদিচ্ছা তারা দেখতে পাচ্ছেন না।’

আবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘কিয়েভ এমন সব কথা বলছে, যার অর্থ বোঝা যাচ্ছে না।’

আলোচনা শুরুর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শর্ত হলো, রাশিয়ার সেনাকে তার দেশ থেকে চলে যেতে হবে। তারা পুরোপুরি চলে গেলেই শান্তি আলোচনা করা সম্ভব হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেনকে খেরসন, ঝাপোরিজ্ঝিয়া, লুহানস্ক, দনেৎস্কের দাবি ছাড়তে হবে। এই এলাকার একটা বড় অংশ এখনো ইউক্রেনের অধিকারে আছে। তা সত্ত্বেও পুতিন এই দাবি করেন।

বেয়ারবকের আবেদন
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক ইউক্রেনে শান্তি ফেরানোর জন্য চীনকে আরো সক্রিয় হতে বলেছেন।

বেয়ারবক বলেন, ‘জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীনের শুধু যে ভেটো দেয়ার অধিকার আছে তাই নয়, শান্তি ফেরানোর জন্য তাদের যাবতীয় ক্ষমতা প্রয়োগের দায়িত্বও আছে। তার মতে, এর প্রথম ও প্রধান কথা হলো, আগ্রাসনকারীদের কোনো সমর্থন নয়। রাশিয়াকে কোনো সমর্থন নয়।’

জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা চীন সফর করছেন। শান্তি ফেরানোর লক্ষ্যে চীনের সাথে তার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।

বেয়ারবক বলেন, ‘যদি আমরা শান্তির পথে এগোতে পারি এবং চীন যদি নিরাপত্তা পরিষদে তার দায়িত্ব পালন করে, তাহলে খুবই ভালো হবে।’

রুশ-চীন যৌথ মহড়া
বুধবার আলাস্কার কাছে রাশিয়া ও চীনের বিমান বাহিনী যৌথ মহড়ায় অংশ নিয়েছে।

রাশিয়া জানিয়েছে, তাদের মিসাইল ক্যারিয়ার টু-৯৫এমএস এবং চিনের শিয়ান এইচ-৬ বোমারু বিমান মহড়ায় অংশ নেয়।

রাশিয়া ও চীন জানিয়েছে, তৃতীয় কোনো দেশকে টার্গেট করতে তারা এই মহড়া করছে না।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আবুধাবির কারাগার থেকে দেশে ফিরেছেন ১৪ বীর কোনাবাড়ীতে কলেজছাত্রকে গুলি করে হত্যা : কনস্টেবল গ্রেফতার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক : ফখরুল ‘একটি চক্র জামায়াত আমিরের বক্তব্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে’ অস্ত্র জমা দেয়নি শামীম ওসমান ও গাজী পরিবার এবি পার্টির উপদেষ্টার পদ ছাড়লেন ব্যারিস্টার রাজ্জাক কর্মকর্তাদের তালিকা চাওয়া নিয়ে বিতর্কে মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা না দেয়া ডাক্তারদের সনদ বাতিলের দাবি ড্যাবের

সকল