১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

শান্তি আলোচনায় প্রস্তুত ইউক্রেন, কী বলছে রাশিয়া

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা - ছবি : ডয়চে ভেলে

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার পথে এখনো বিস্তর বাধা।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো যদি সদিচ্ছা নিয়ে আলোচনায় বসতে চায়, তাহলে তারাও শান্তি বৈঠক করতে প্রস্তুত।

কিন্তু ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা জানান, ‘রাশিয়ার মধ্যে সেরকম কোনো সদিচ্ছা তারা দেখতে পাচ্ছেন না।’

আবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘কিয়েভ এমন সব কথা বলছে, যার অর্থ বোঝা যাচ্ছে না।’

আলোচনা শুরুর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শর্ত হলো, রাশিয়ার সেনাকে তার দেশ থেকে চলে যেতে হবে। তারা পুরোপুরি চলে গেলেই শান্তি আলোচনা করা সম্ভব হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেনকে খেরসন, ঝাপোরিজ্ঝিয়া, লুহানস্ক, দনেৎস্কের দাবি ছাড়তে হবে। এই এলাকার একটা বড় অংশ এখনো ইউক্রেনের অধিকারে আছে। তা সত্ত্বেও পুতিন এই দাবি করেন।

বেয়ারবকের আবেদন
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক ইউক্রেনে শান্তি ফেরানোর জন্য চীনকে আরো সক্রিয় হতে বলেছেন।

বেয়ারবক বলেন, ‘জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীনের শুধু যে ভেটো দেয়ার অধিকার আছে তাই নয়, শান্তি ফেরানোর জন্য তাদের যাবতীয় ক্ষমতা প্রয়োগের দায়িত্বও আছে। তার মতে, এর প্রথম ও প্রধান কথা হলো, আগ্রাসনকারীদের কোনো সমর্থন নয়। রাশিয়াকে কোনো সমর্থন নয়।’

জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা চীন সফর করছেন। শান্তি ফেরানোর লক্ষ্যে চীনের সাথে তার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।

বেয়ারবক বলেন, ‘যদি আমরা শান্তির পথে এগোতে পারি এবং চীন যদি নিরাপত্তা পরিষদে তার দায়িত্ব পালন করে, তাহলে খুবই ভালো হবে।’

রুশ-চীন যৌথ মহড়া
বুধবার আলাস্কার কাছে রাশিয়া ও চীনের বিমান বাহিনী যৌথ মহড়ায় অংশ নিয়েছে।

রাশিয়া জানিয়েছে, তাদের মিসাইল ক্যারিয়ার টু-৯৫এমএস এবং চিনের শিয়ান এইচ-৬ বোমারু বিমান মহড়ায় অংশ নেয়।

রাশিয়া ও চীন জানিয়েছে, তৃতীয় কোনো দেশকে টার্গেট করতে তারা এই মহড়া করছে না।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল