০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

অলিম্পিকের পর নতুন প্রধানমন্ত্রীর নাম জানাবেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ - সংগৃহীত

ফ্রান্সের বামপন্থীরা চেয়েছিল, এখনই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হোক। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ওই দাবি খারিজ করলেন।

মাক্রোঁ বলেছেন, প্যারিস অলিম্পিকের পর তিনি নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। ততদিন দলগুলোও নিজেদের মধ্যে একটি বৃহত্তর জোট তৈরি করতে পারবে। অলিম্পিক যতদিন চলবে, ততদিন কেয়ারটেকার সরকারই কাজ চালাবে।

ব্রডকাস্টার ফ্রান্স ২-কে ম্যাক্রোঁ বলেছেন, ‘এখন আমাদের অলিম্পিককেই সবচেয়ে গুরুত্ব দিতে হবে।’ অগাস্টের মাঝামাঝি পর্যন্ত অলিম্পিক চলবে। অলিম্পিকের উদ্বোধন হবে শুক্রবার। বুধবার থেকে অবশ্য ফুটবলের ম্যাচ শুরু হয়ে যাচ্ছে।

ম্যাক্রোঁ বলেছেন, অলিম্পিক শেষ হওয়ার পর আমার দায়িত্ব প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা। তারপর সরকারের গঠনের কাজটা তার উপর ছেড়ে দেয়া। আমি বৃহত্তর জোট চাই।''

বামেদের প্রার্থী কে?
ম্যাক্রোঁর এই সাক্ষাৎকার প্রকাশের একঘণ্টা আগে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট (এনপিএফ) জানিয়ে দেয়, প্রধানমন্ত্রী হিসাবে তারা লুসি ক্যাসটেটকে চান। বামপন্থীরা পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জিতেছে।

ক্যাসটেট হলেন প্যারিস সিটি হলের ফাইন্যান্স ও পারচেসিংয়ের ডিরেক্টর। দলীয় রাজনীতির বিষয়ে তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই।

ম্যাক্রোঁকে বামপন্থীদের ঘোষিত প্রার্থীর বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। ম্যাক্রোঁর জবাব হলো, ‘নামটা আসল বিষয় নয়। আসল বিষয় হলো- ন্যাশনাল অ্যাসম্বেলিতে কোনো সংখ্যাগরিষ্ঠ জোট তৈরি হয়, সেটা।’

ম্যাক্রোঁ বলেছেন, ‘অগাস্টের মাঝামাঝি পর্যন্ত কোনো কিছু করা যাবে না। কারণ তখন প্যারিস অলিম্পিক চলবে। এই অলিম্পিক করাটা নিরাপত্তা ও ব্যবস্থাপনার দিক থেকে ফ্রান্সের কাছে বড় চ্যালেঞ্জ।’


আরো সংবাদ



premium cement