দশম ব্রিকস পার্লামেন্টারি ফোরামে যোগ দেবেন পুতিন
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জুলাই ২০২৪, ১৪:২৭
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে শুরু হওয়া দশম ব্রিকস পার্লামেন্টারি ফোরামে যোগ দেবেন।
বুধবার রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিয়েনকো ফোরামে পুতিনের অংশগ্রহণের কথা ঘোষণা করেন।
পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ তথ্যটি নিশ্চিত করেছেন।
পেসকভ বলেন, ফোরামের শেষের দিকে এতে অংশগ্রহণকারীদের সাথে পৃথকভাবে পুতিন বেশ কয়েকটি বৈঠক করবেন।
ফেডারেশন কাউন্সিলের প্রেস সার্ভিস জানায়, রাশিয়াসহ ১৬টি দেশের প্রায় ৪০০ প্রতিনিধি ১১ ও ১২ জুলাই অনুষ্ঠেয় ফোরামে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
ফোরামের মুখ্য আলোচনার বিষয় হবে ‘দ্য রোল অব পার্লামেন্টস ইন দ্য স্ট্রেন্দেনিং অব মাল্টিপোলারিটি ফর ফেয়ার গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি’।
ফেডারেশন কাউন্সিলের স্পিকার বলেন, ‘বিষয়টি বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জগুলোকে প্রতিফলিত করে। আর এটি রাশিয়ার প্রেসিডেন্টের প্রধান অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে। আমরা ন্যায্য এবং নিরাপদ উন্নয়নের জন্য দাঁড়িয়েছি।’
তিনি জোর দিয়ে বলেন, ফোরামের সকল কর্মসূচি এটিকে কেন্দ্র করে ঠিক করা হয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা