০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

জার্মানির শরণার্থী শিবিরে বিস্ফোরণ

জার্মানির শরণার্থী শিবিরে বিস্ফোরণ - ছবি : সংগৃহীত

জার্মানিতে আশ্রয়প্রার্থীদের একটি আবাসস্থলে বিস্ফোরণ এবং আগুন লেগেছে। পুলিশ একটি অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত করার সময়ই বিস্ফোরণটি ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।

নর্ডহাইডের বুখোলজে একটি শরণার্থী শিবিরে সোমবার বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে জার্মানির উত্তরাঞ্চলের পুলিশ।

দুপুরের দিকে অগ্নিকাণ্ডের তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, দুই পুলিশ সদস্য ভবনটির দুই কর্মীকে সাথে নিয়ে ভবনে প্রবেশ করেন। সেখানে তারা গ্যাসোলিনের গন্ধ পেয়েছিলেন।

তারা জানায়, ‘ভবনটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ফলে পুরো ভবনে আগুন ধরে যায়। এতে অনেকে আহত হন, কয়েকজনের অবস্থা গুরুতর।’

ভবনটি থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নারী, তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ আরো জানিয়েছে, আহতদের প্রয়োজন অনুযায়ী ঘটনাস্থলে এবং চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল কর্মী, উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয় বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement