০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

কিভাবে জয় পেল ফ্রান্সের বামপন্থীরা

কিভাবে জয় পেল ফ্রান্সের বামপন্থীরা - সংগৃহীত

অতি দক্ষিণপন্থী শক্তিকে আটকাতেই জোটবদ্ধ হয়েছিল ফ্রান্সের বামপন্থী শক্তিগুলো। কিন্তু তারা যে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, তা কেউ ভাবেনি।

ইউরোপীয় পার্লামেন্টের (ইইউ) নির্বাচনে হারার পর সময়ের আগেই ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেমবলি বা পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন প্রেসিডেন্স ইমানুয়েল ম্যাক্রোঁ। দ্রুত নির্বাচনের ডাক দিয়েছিলেন তিনি। ফ্রান্সে নিজের জনপ্রিয়তা নতুন করে তৈরি করতে এই পদক্ষেপ নিয়েছিলেন ম্যাক্রোঁ। কিন্তু তিনি যা ভেবেছিলেন, বাস্তবে তা হলো না।

গোটা ইউরোপের মতোই ফ্রান্সেও দক্ষিণপন্থীদের রমরমা ক্রমশ বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে তার প্রতিফলন দেখা গেছে। এই পরিস্থিতিতে অতি দক্ষিণপন্থীদের জনপ্রিয়তা কমাতে জোটবদ্ধ হয়েছিল ফ্রান্সের বামপন্থী দলগুলো। এটি একটি বৃহত্তর জোট হিসেবে সামনে এসেছিল। যার মধ্যে অতি ছোট বামপন্থী দল যেমন আছে, তেমনই সমাজতান্ত্রিক, গ্রিন পার্টির মতো দলও আছে। তাদের একমাত্র লক্ষ্য ছিল দক্ষিণপন্থীদের জনপ্রিয়তা কমানো।

জোটের নাম দেয়া হয়েছিল নিউ পপুলার ফ্রন্ট। রোববারের নির্বাচনের পর দেখা গেল সেই জোট সব চেয়ে বেশি আসন পেয়েছে। যদিও একক সংখ্যাগরিষ্ঠতায় তারা পৌঁছাতে পারেনি। সব মিলিয়ে তাদের দখলে ১৮২টি আসন। তার ঠিক পরেই আছে ম্যাক্রোঁর মধ্যপন্থী দলের নেতৃত্বে তৈরি জোট এনসেম্বল। তৃতীয় স্থানে দক্ষিণপন্থী এনআর। আর চতুর্থ স্থানে রিপাবলিকান দল। তারা পেয়েছে ৪৫৬টি আসন।

সোমবার ফলাফলের পূর্বাভাস দেখেই বামপন্থী জোটের অন্যতম নেতা জঁ লুক মেলঁশঁ ঘোষণা করে দেন, তারাই সরকার গড়বেন। লেফট উইং ফ্রান্স আনবোড (এলএফআই) দলের নেতা তিনি। এই ঘোষণার সময় তার পাশে ছিলেন জোটের অন্য নেতারাও।

এরপর গ্রিন পার্টির প্রধানও একই কথা বলেন। তিনি জানান, 'আমরা জিতেছি। আমরাই সরকার গঠন করব।' সমাজতান্ত্রিক দলের প্রধান অলিভার ফউরে বলেছেন, 'নতুন ইতিহাসের মুখোমুখি ফ্রান্স। পপুলার ফ্রন্টকেই ক্ষমতা হস্তান্তর করতে হবে।' তার ভাষণে তাদের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন ফউরে।

জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই তারা মধ্যপন্থী জোটের সাথে হাত মেলাবেন না।

এর আগে এই সোশ্যালিস্ট পার্টি বা সমাজতান্ত্রিক দল ক্ষমতায় এসেছে। দু’বার ফরাসি সরকার চালানোর অভিজ্ঞতা আছে তাদের। এবারে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এমন ঘটনার মুখোমুখি আগেও হয়েছে সমাজতান্ত্রিক দল। তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন কনজারভেটিভ দলের। কিন্তু লোকসভায় নেতৃত্ব দিয়েছে তারা। ফলে যথেষ্ট অভিজ্ঞতা আছে এই দলের। বস্তুত, এলএফআই নেতা মেলঁশঁ এক সময় সমাজতান্ত্রিক দলের নেতা ছিলেন।

বামপন্থীদের মনোভাব
সাম্প্রতিক একাধিক ঘটনায় বামপন্থী দলগুলো তাদের মতামত স্পষ্ট করে জানিয়েছে। বস্তুত ওই মতামত ম্যাক্রোঁর অভিমতের চেয়ে অনেকটাই আলাদা। গাজার ঘটনায় তারা সরাসরি ইসরাইলকে কাঠগড়ায় তুলেছে। মেলঁশঁ-র মনোভাব অ্যান্টি সেমাটিক বলেই ওই সময় মনে করা হয়েছিল। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে ন্যাটোর যথেষ্ট সমালোচনা করেছিলেন মেলঁশঁ। তার বক্তব্য ছিল- ন্যাটো রাশিয়াকে উত্যাক্ত করছে। ন্যাটো থেকে ফ্রান্সের সরে আসা উচিত বলেও তিনি মতপ্রকাশ করেছিলেন।

বামপন্থী জোটে এলএফআই-এর পরেই শক্তিশালী দল গ্রিন পার্টি। এর পরেই আছে ফরাসি কমিউনিস্ট পার্টি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফরাসি অঞ্চল পলিনেসিয়ার স্বাধীনতার দাবি জানিয়েছে যে বামপন্থী দল, তারাও এই জোটে আছে।

নতুন জোটবদ্ধ সরকার কি গড়া সম্ভব
মধ্যপন্থীদের সাথে জোটবদ্ধ সরকার গড়তে চান না মেলঁশঁ-র মতো নেতা। ম্যাক্রোঁও চান না মেলঁশঁ-র মতো নেতার সাথে সরকার তৈরি করতে। কিন্তু ফ্রান্সে কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে যে দলই সরকার গঠন করবে, পার্লামেন্টে তাকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। এর আগে ২০২২ সালে অতি দক্ষিণপন্থীদের হারাতে সকলকে এক ছাতার তলায় আহ্বান জানিয়েছিল বামপন্থীরা। এবারো সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। যদিও শেষ পর্যন্ত মধ্যপন্থী এবং বামপন্থীরা কাছাকাছি আসতে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement