০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ব্যর্থ ম্যাক্রো’র ফ্রান্সে অস্থিরতা

- ছবি : বাসস

ফ্রান্স সোমবার সংসদীয় নির্বাচনের পরে একটি নতুন সরকার গঠনের ক্ষেত্রে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ভোটে শীর্ষ অবস্থানে আসা বামপন্থী নিউ পপুলার ফ্রন্টের (এনএফপি) নেতারা ম্যাক্রোঁর মধ্যপন্থী এবং মেরিন লে পেনের কট্টর-ডানপন্থী ন্যাশনাল র‌্যালী (এন আর) উভয়কেই পরাজিত করেছে। তারা এ সপ্তাহেই প্রধানমন্ত্রী পদে প্রার্থীর নাম ঘোষণা করবে বলে ঘোষণা দিয়েছে।

ফলাফল দেখে লে পেনের পরাজয় উদযাপনের জন্য প্যারিসের পূর্বাঞ্চলে উল্লসিত জনতা জড়োও হয়েছিল, তবে প্রধান দলগুলোর মধ্যে কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায়, এতে ছন্দপতন ঘটে। যেখানে প্যারিসে অলিম্পিক অনুষ্ঠানের মাত্র তিন সপ্তাহ বাকী, সেই ফ্রান্সে সরকার গঠন প্রশ্নে রাজনৈতিক অস্থিরতায় এক নতুন মাত্রা যোগ করেছে।

প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটালের সোমবার ম্যাক্রোঁর কাছে পদত্যাগপত্র জমা দেয়ার কথা। তবে তিনি স্পষ্ট করেছেন যে রাজনৈতিক ও আর্থিক অনিশ্চয়তার কারণে তিনি তত্ত্বাবধায়ক পদে থাকতে প্রস্তুত আছেন। ওডক্সা পোলিং গ্রুপের প্রেসিডেন্ট গেইল স্লিম্যান ১৯৫৮ সাল পরবর্তী সময়ের কথা উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, ‘এটি কি পঞ্চম প্রজাতন্ত্রের সবচেয়ে বড় সংকট?’ সোশ্যালিস্ট পার্টির নেতা অলিভিয়ার ফাউর বলেন, এনএফপি’র দলগুলোকে এই সপ্তাহে ‘ঐক্যমত বা ভোটের মাধ্যমে’ আটালের স্থলাভিষিক্ত প্রার্থী বেছে নিতে হবে, কিন্তু এই প্রার্থী বাছাইটা হবে খুবই কঠিন। সূত্র : এএফপি/বাসস


আরো সংবাদ



premium cement
নোবেল পুরস্কার ২০২৪ : কবে কোন ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে পীরগাছায় তিস্তার ভাঙনে নিঃস্ব হলো ৪০ পরিবার খোরশেদ আলমকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বাতিল সিলেটে যৌথবাহিনীর অভিযানে বালুর নিচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার কাঁঠালিয়ায় জাল টাকা বহনের দায়ে এক নারীকে ৫ বছরের কারাদণ্ড রাজবাড়ীতে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু অবিলম্বে শ্রম আইন সংশোধন করতে হবে : মুয়াযযম হোসাইন হেলাল সখীপুরে মাদরাসার শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষককে মারধরের অভিযোগ সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম গ্রেফতার 'ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো চক্রান্ত-ষড়যন্ত্র করছে’ ব্রাজিলে এক্সের ৫২ লাখ ডলার জরিমানা

সকল