০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ জিলহজ ১৪৪৫
`

ইসরাইলকে অস্ত্র দিলো আমিরাতের বিনিয়োগ নেয়া সার্বিয়ার কোম্পানি

- ছবি : এএফপি

চলমান গাজা যুদ্ধে ইসরাইলকে অস্ত্র দিয়েছে সার্বিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র প্রস্তুতকারক একটি কোম্পানি। ওই কোম্পানি সংযুক্ত আরব আমিরাত থেকে বড় ধরনের বিনিয়োগ রয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি সম্প্রতি ইসরাইলের কাছে মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। ওই কোম্পানিতে সংযুক্ত আরব আমিরাতের বড় ধরনের বিনিয়োগ রয়েছে। দেশটির সাতে তাদের কয়েক দশকের পুরনো সম্পর্ক রয়েছে।

বলকান ইনসাইটের এক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে সার্বিয়ার প্রধান রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র ব্যবসায়ী ইয়োগো ইম্পোর্ট এসডিপিআর ইসরাইলি সামরিক বিমানের পাশাপাশি বেসামরিক বিমানের মাধ্যমে দেশটিকে কমপক্ষে ১৭ দশমিক ১ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র রফতানি করেছে।

সাম্প্রতিক ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়া শীতল যুদ্ধের সময় প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ছিল। রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও দেশটি ইউক্রেনের কাছে ৮৫৮ মিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ বিক্রি করেছে। ২০২১ সালে সার্বিয়ার অস্ত্র রফতানির মূল্য ছিল প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার।

কিন্তু সার্বিয়ার অস্ত্রের আগ্রহও পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত।

বিশ্বব্যাপী আর্থিক সঙ্কটের পর তারল্য সঙ্কটে থাকা সার্বিয়া ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ঋণ চেয়েছিল। তখন দেশটি আমিরাতি বিনিয়োগের সাথে সাথে অস্ত্র চুক্তিও করেছিল।

সূত্র : মিডল ইস্ট আই


আরো সংবাদ



premium cement