০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ জিলহজ ১৪৪৫
`

ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী

ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী - সংগৃহীত

রুশ বাহিনী তাদের দেশের সীমান্তের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে রাতে ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করেছে।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এই খবর জানিয়েছে।

টেলিগ্রামে পোস্ট করা মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা বাহিনী ব্রায়ানস্ক অঞ্চলে ১৮টি, কুরস্ক অঞ্চলে ৯টি এবং বেলগোরড অঞ্চলে ৯টি ড্রোন ধ্বংস করে।

এদিকে আরো অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার পাশ্চাত্যের অস্ত্র সরবরাহ ‘জোরদার’ করার আহ্বান জানিয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলে রাশিয়ার হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হওয়ার পর তিনি এমন আহ্বান জানান।

সেখানে হামলার পর জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের বিলম্বের অর্থ হলো মানুষের প্রাণহানি।’

খবরে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ভিলনিয়ানস্ক শহরে রাশিয়া এই হামলা চালায়।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement