০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ জিলহজ ১৪৪৫
`

রুশ বাহিনী ইউক্রেনের ১২টি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে

- ছবি : বাসস

ব্যাটল গ্রুপ মুখপাত্র ইভান বার্মা বলেছেন, ‘রুশ বাহিনী পশ্চিমা সেনাদের (ব্যাটল গ্রুপ ওয়েস্ট) পরিচালিত ১২টি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে।’

ইভান বার্মা বলেন, ‘ভ্লাদিমিরোভকা, প্রিওব্রাজেনস্কয়, প্লোশচাঙ্কা, তোরস্কয় এবং ক্রেমেনায়ার বসতিগুলোর কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেক্ট্রনিকস যুদ্ধ সরঞ্জামগুলোর সাতটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ১২টি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।’

সূত্র জানায়, ‘রাশিয়ান বাহিনী পেট্রোপাভলোভকা, স্টেলমাহোভকা, বোগুস্লাাভকা, স্টেপোভায়া এবং নভোসেলোভকার বসতিগুলোর কাছে ইউক্রেনীয় সেনাদের অবস্থানে আঘাত করেছে। ‘ইউক্রেনীয় সেনাবাহিনীর ৩য় অ্যাসল্ট ব্রিগেডের হামলাকারী গ্রুপের দু’টি পাল্টা হামলা ওলগোভকা এলাকার কাছে প্রতিরোধ করা হয়েছিল। পাল্টা ব্যাটারি কার্যকলাপের সময় দু’টি গ্র্যাড মাল্টিপল লঞ্চ মিসাইল সিস্টেম এবং পাঁচটি মর্টার ধ্বংস করা হয়।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement