২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে মস্কো

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন - ছবি : সংগৃহীত

পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে মস্কো। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে হুমকি বাড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য সিদ্ধান্ত গ্রহণের সময় পরিবর্তন করতে পারে মস্কো।

ইউক্রেন যুদ্ধ ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সঙ্কটের পর রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সঙ্ঘাতের সূচনা করেছে।

গত মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য রাশিয়া তাদের নীতিতে পরিবর্তন আনতে পারে।

কার্তাপোলভ একসময় সিরিয়ায় রাশিয়ান বাহিনীর কমান্ডার ছিলেন। বর্তমানে তিনি ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির একজন আইনপ্রণেতা।

তিনি বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালায় নির্দিষ্ট পরিবর্তন সম্পর্কে কথাবার্তা এখনো প্রাথমিক পর্যায়ে।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement