গাজা সঙ্কট আঞ্চলিক যুদ্ধে রূপান্তর ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান হাঙ্গেরির
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ জুন ২০২৪, ১৪:৩৯
গাজা সঙ্কটকে আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়া ঠেকাতে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী পিটার সিজ্জার্তো।
সোমবার (১৭ জুন) ইসরায়েলের সাথে এক যৌথ সংবাদ বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে সিজ্জার্তো বলেন, ‘মধ্যপ্রাচ্য মৌলিকভাবে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নির্ধারণ করে। ফলে মধ্যপ্রাচ্যে যদি কোনো সংঘাত বা নিরাপত্তা সঙ্কট দেখা দেয়, তবে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।’
‘বর্তমান গাজা সঙ্কট সহজেই একটি গুরুতর বৈশ্বিক নিরাপত্তা হুমকিতে পরিণত হতে পারে। অন্য কোনো দেশ এই সংঘাতে জড়িয়ে পড়লে সহজেই তা পরবর্তী দেশের সীমানা ছাড়িয়ে মারাত্মক যুদ্ধে পরিণত হতে পারে।’
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে হামাস হামলা চালালে দেশটির অন্তত ১ হাজার ২০০ নাগরিক নিহত হয়। ওই সময় ২০০ ইসরাইলিকে বন্দী করে নিয়ে যায় ফিলিস্তিসের সশস্ত্র শাসক গোষ্ঠী হামাস। ওই ঘটনার পর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে আসছে ইসরাইলি সামরিক বাহিনী।
গত আট মাসে ইসরাইলি হামলায় ৩৭ হাজারের ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধের মধ্যে সব সীমান্ত বন্ধ করে দেয়ায় খাদ্য, ওষুধ এবং অন্যান্য মৌলিক সামগ্রী গাজায় প্রবেশ করতে পারছে না। দীর্ঘদিন ধরে এমন অচলাবস্থা থাকায় উপত্যকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা