২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডেনিশ প্রধানমন্ত্রীর ওপর হামলা

ডেনিশ প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসে - ফাইল ছবি

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসের ওপর শুক্রবার হামলা হয়েছে। রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এক ব্যক্তি তার ওপর হামলা চালায়। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধানমন্ত্রী হামলায় কতটুকু আহত হয়েছেন, তা স্পষ্ট নয়। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার পর প্রধানমন্ত্রী হেঁটে চলে গেছেন, তার মধ্যে আহত হওয়ার কোনো আলামত দেখা যায়নি।

ওই চত্বরে একটি কফি বারে কর্মরত সোরেন কারগার্ড হামলার পরের ঘটনা সম্পর্কে বলেন, 'তিনি [প্রধানমন্ত্রী] দৃশ্যত খুব চাপ অনুভব করেছেন।' নিরাপত্তা প্রহরীরা তাকে পাহারা দিয়ে নিয়ে যায়।

হামলাটি কোন প্রেক্ষাপটে হয়েছে, তা জানা যায়নি। তবে রোববার ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টারি নির্বাচনকে সামনে রেখে হামলাটি হয়। প্রধঅনমন্ত্রী সোস্যাল ডেমোক্র্যাটস প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। তবে মিডিয়ার খবরে বলা হয়, হামলাটি সম্ভবত নির্বাচনের সাথে সম্পর্কিত নয়।

হামলাকারী ব্যক্তি সম্পর্কেও বিস্তারিত কিছু বলা হয়নি।

সূত্র : রয়টার্স এবং অন্যান্য


আরো সংবাদ



premium cement