০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

জার্মানিতে মূল্যস্ফীতির পাশাপাশি বেতনও বেড়েছে

জার্মানিতে মে মাসে খাবারের দাম আগের বছরের মে মাসের তুলনায় দশমিক ছয় শতাংশ বেড়েছে - ডয়েচে ভেলে

গত ছয় মাসের মধ্যে জার্মানিতে চলতি মে মাসে প্রথমবারের মতো মূল্যস্ফীতি বেড়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির পরিসংখ্যান কার্যালয় ডেস্টাটিস৷ আর এ বছরের প্রথম তিন মাসে বেতন বৃদ্ধির হার ২০০৮ সালের পর সবচেয়ে বেশি ছিল৷

মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ২.৪ শতাংশ৷ অর্থাৎ, আগের বছরের মে মাসের তুলনায় মূল্য বেড়েছে ২.৪ শতাংশ৷ এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ২.২ শতাংশ৷ ডেস্টাটিস বলছে, ছয় মাসের মধ্যে মে মাসেই প্রথমবার মূল্যস্ফীতি বাড়লো৷

ডেস্টাটিস আরো জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে বেতন বেড়েছে ৬.৪ শতাংশ৷ তবে মূল্যস্ফীতি সমন্বয় করার পর বেতন বৃদ্ধির হার হয় ৩.৮ শতাংশ৷ এই হার ২০০৮ সালের পর সবচেয়ে বেশি৷

বেতন বাড়ায় মে মাসে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে ধারনা করেছিলেন অর্থনীতিবিদেরা৷ জার্মানিতে মে মাসে খাবারের দাম আগের বছরের মে মাসের তুলনায় ০.৬ শতাংশ বেড়েছে৷ এ বছরের মে মাসে সেবার দাম ৩.৯ শতাংশ বেড়েছে৷

আগের বছরের তুলনায় জ্বালানির দাম ১.১ শতাংশ কমেছে৷ মূল্য সংযোজন কর বা ভ্যাট আগের ১৯ শতাংশে ফিরে যাওয়ার পরও জ্বালানির দাম কমেছে৷ ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের হামলা করার পর জ্বালানির দাম বাড়তে থাকায় জার্মান সরকার জ্বালানির মূল্যের ওপর ভ্যাট ১৯ শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ করেছিল৷

চলতি বছরে মূল্যস্ফীতির হার ২.৪ শতাংশ হতে পারে বলে ধারনা করছে জার্মান সরকার৷ গতবছর এটি ৫.৯ শতাংশ ছিল৷

ডয়েচে ভেলে/ ডিপিএ, রয়টার্স


আরো সংবাদ



premium cement
তিন জেলা জজকে বদলি ‘প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে’ খাল ভরাট না করেই পূর্বাচলে হবে পাতাল মেট্রোরেলের কন্সট্রাকশন ইয়ার্ড ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি সায়েম ও সম্পাদক এনামুল ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলকর্মীর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ সিরাজদিখানে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ গাজীপুরে গণতন্ত্র মঞ্চের কার্যালয় ভাংচুরের অভিযোগের প্রতিবাদ বিএনপির বাটা নিয়ে এল ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সকল