২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য সরকারকে চাপ গ্রিসের প্রধান বিরোধী দলের

- ছবি : আনাদোলু এজেন্সি

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য জোর দাবি জানিয়েছে গ্রিসের প্রধান বিরোধী দল সিরিজা পার্টি। মঙ্গলবার (২৮ মে) তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজা পার্টির নেতা স্টেফানোস ক্যাসেলাকিস বলেন, আমাদের গ্রীক ও ফিলিস্তিনের বন্ধুত্ব থেকে পাঠ নিতে হবে। সেটিকে আমাদের পররাষ্ট্রনীতির সামনে রাখতে হবে। যেটি করেছিলেন সাবেক গ্রীক প্রধানমন্ত্রী আন্দ্রেয়াস পাপানড্রেউ ও সাবেক ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত। আমাদের পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজাতে হবে। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। এখনই তার উপযুক্ত সময়। এখন যদি আমরা স্বীকৃতি না দেই, তবে কখন দেয়া হবে? স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের পথেই আমাদের চলা উচিৎ।

তিনি আরো বলেন, হামাসের বিরুদ্ধে ইসরাইলের আত্মরক্ষার অধিকার ছিল। কিন্তু এখন তা গণহত্যায় পরিণত হয়েছে। সেজন্য গাজায় যা ঘটছে, তা পশ্চিমা বিশ্ব, ইউরোপ বা গ্রীস আর সহ্য করতে পারে না।’

তিনি আরো বলেন, এ ক্ষেত্রে অবশ্যই ইউরোপের মতামত থাকা উচিৎ। সবক্ষেত্রে আমেরিকার অনুসরণ করা উচিৎ নয়। আর ইউরোপের দৃষ্টিভঙ্গি সব সময় শান্তির পক্ষেই থাকতে হবে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় হামলা শুরু করে। এতে প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনিকে নিহত হয়।

ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার জন্য অভিযুক্ত। তাই আদালত ইসরাইলকে গণহত্যা বন্ধ করে গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা প্রদানের নির্দেশ দিয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement