২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে জার্মান সেনা কর্মকর্তার সাড়ে ৩ বছরের জেল

- ছবি : আনাদোলু এজেন্সি

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক জার্মান সেনা কর্মকর্তার সাড়ে ৩ বছরের জেল হয়েছে। মঙ্গলবার (২৭ মে) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) অনুসারে, রাশিয়ার হয়ে গোয়েন্দাগীরী অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ৫৪ বছর বয়সী এক সেনা। তিনি উচ্চ আঞ্চলিক আদালতে ডুসেলডর্ফে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ফেডারেল প্রসিকিউটর অফিসের মতে, ওই সৈনিক রাশিয়ার সশস্ত্র বাহিনীকে একটি সুবিধা দেয়ার জন্য অভিযুক্ত ছিলেন। এতে ফেডারেল প্রসিকিউটর অফিসের প্রতিনিধি সামরিক-সংবেদনশীল তথ্য প্রকাশের জন্য তার সমালোচনা করেন।

ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিসের কর্মকর্তারা ৯ আগস্ট দক্ষিণ-পশ্চিম জার্মান শহর কোবলেঞ্জ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তখন থেকেই তিনি হেফাজতে ছিলেন।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement

সকল