ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া ফিলিস্তিনিদের জন্য ‘ন্যায়বিচার’ : স্পেন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ মে ২০২৪, ২১:০২
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া ফিলিস্তিনিদের জন্য ‘ন্যায়বিচার’ বলে অভিহিত করেছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস।
রোববার (২৬ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া ফিলিস্তিনিদের জন্য ‘ন্যায়বিচার’। একইসাথে তা ইসরাইলের নিরাপত্তার জন্যও সর্বোত্তম সহায়ক হবে।
সূত্রটি আরো জানায়, মঙ্গলবার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য নরওয়ে এবং আয়ারল্যান্ডের সাথে স্পেনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। এ সময় তিনি বলেন, ‘আমরা চাই ইউরোপের প্রতিটি দেশ একই কাজ করুক।’
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা