২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আগের শর্তেই ইউক্রেনের সাথে আলোচনায় রাজি রাশিয়া

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বাঁয়ে) - ছবি : সংগৃহীত

আগে রাজি হওয়া চুক্তির শর্তেই ইউক্রেনের সাথে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার বেলারুশের রাজধানী মিনস্কে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলেন তিনি একথা জানান।

সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘ফের আলোচনা হোক, তবে এক পক্ষ যা চায় তার ওপর ভিত্তি করে নয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং বেলারুশ ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনার সময় যেসব বিষয়ে একমত হয়েছিলাম, সেগুলোর ওপর ভিত্তি করে।’

২০২২ সালে ইস্তাম্বুলে আলোচনার সময় রাজি হওয়া চুক্তিগুলো দুই পক্ষকেই সন্তুষ্ট করেছিল জানিয়ে পুতিন বলেন, ‘ওই চুক্তির ভিত্তি ফের ইউক্রেনের সাথে আলোচনা চালিয়ে যেতে সমস্যা নেই।’

সূত্র : সিনহুয়া/ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল