০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ জিলহজ ১৪৪৫
`

গাজায় যুদ্ধাপরাধীদের গ্রেফতারের আবেদনে ফ্রান্স-বেলজিয়ামের সমর্থন

- ছবি - ইন্টারনেট

গাজায় যুদ্ধাপরাধের জন্য দায়ী করে ইসরাইল ও হামাসের শীর্ষ নেতাদের গ্রেফতারের আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান। তার ওই আবেদনে সমর্থন দিয়েছে ফ্রান্স ও বেলজিয়াম।

সোমবার করিম খানের করা ওই আবেদনের প্রতি সংহতি জানিয়ে পৃথক দু’টি বিবৃতি প্রকাশ করেছে ইউরোপের এই দুই দেশ।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গালান্ট এবং হামাসের তিন শীর্ষ নেতা- ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দাইফ ও ইসমাইল হানিয়া রয়েছেন করিম খানের তালিকায়।

সোমবার রাতে প্রকাশিত ফ্রান্সের বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত, এর স্বাধীনতা ও সব পরিস্থিতিতে দায়মুক্তির বিরুদ্ধে লড়াইকে সমর্থন করে ফ্রান্স।’

অন্যদিকে, বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাবিব লাহবিব এক্সে একটি বিবৃতি শেয়ার করে লেখেন, ‘অপরাধী নির্বিশেষে গাজায় সংঘটিত অপরাধের জন্য অবশ্যই সর্বোচ্চ পর্যায়ে তাদের বিচার করা উচিত।’

করিম খানের এই পদক্ষেপকে ‘লজ্জাজনক ও ইহুদিবিরোধী’ বলে নিন্দা জানিয়েছেন ইসরাইলি নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও কৌঁসুলির এই সিদ্ধান্তের বিরোধিতা করে ‘হামাসের আক্রমণের বিরুদ্ধে ইসরাইলের আত্মরক্ষার অধিকার’কে সমর্থন দিয়েছেন।

এ অভিযোগকে ‘অসম্মানজনক’ এবং ইসরাইলি সেনাবাহিনী ও গোটা ইসরাইলের ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন নেতানিয়াহু। সেইসাথে হামাসের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

নেতানিয়াহু ও গালান্টকে গ্রেফতারের প্রচেষ্টা একান্তই ‘আক্রোশজনক’ বলে অভিহিত করেছেন বাইডেন। তিনি বলেছেন, ‘এই প্রসিকিউটর (কৌঁসুলি) যা-ই বোঝানোর চেষ্টা করুন না কেন, হামাসের সাথে ইসরাইলের তুলনা হতে পারে না।’

অন্যদিকে হামাসের পক্ষ থেকেও আইসিসির ওই প্রসিকিউটরের কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, হামাস নেতাদের গ্রেফতারের বিষয়টি ‘ভুক্তভোগীকেই মৃত্যুদণ্ড দেওয়া’র মতো।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ভয়ঙ্কর চর্মরোগে আক্রান্ত হচ্ছে গাজার শিশুরা গাজার ‘সেফ জোনে’ ইসরাইলি হামলা, নিহত ১২ নৌকা তৈরীতে ব্যস্ত পোরশার কারিগররা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে : ঢাবি সৌদি আরবে বিলাসবহুল টাওয়ার নির্মাণ করবে ট্রাম্প অর্গানাইজেশন ঘুম-কেলেঙ্কারি : এবার মুখ খুললেন তাসকিন দেশের মানুষ কখনই দিল্লির অধীনতা-বশ্যতা মানেনি, মানবে না : রিজভী মিঠাপুকুরে ল্যাম্পিস্কিন রোগে ২০টি গরুর মৃত্যু, দিশেহারা কৃষক-খামারিরা বগুড়ায় যমুনার পানি বেড়ে সারিয়াকান্দির চরাঞ্চল প্লাবিত আন্দোলনরত শিক্ষক নেতাদের সাথে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের সাংহাই জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে পুতিন

সকল