২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি করেছেন ৭১ বছরের কবি!

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি করেছেন ৭১ বছরের কবি! - ছবি : সংগৃহীত

বুধবার রাতের দিকে খবর প্রকাশিত হয় যে গুলিবিদ্ধ হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী! হাসপাতালে ভর্তি তিনি। শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিন্তু কেন এমন ঘটল, কারা ঘটাল, নেপথ্যে কারা? সন্দেহভাজন একজনকে অবশ্য গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, হ্যান্ডলোভা শহরে 'হাউজ অব কালচার' নামে এক ভবনে সরকারি বৈঠক ছিল। বৈঠকে যোগ দিয়েছিলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বিকেলে ওই ভবনের বাইরেই প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালনো হয়! গুলি লাগে প্রধানমন্ত্রীর পেটে। তড়িঘড়ি তাকে ভর্তি করা হাসপাতালে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পরে মুলতুবি হয়ে যায় পার্লামেন্ট। প্রধানমন্ত্রীর ওপর নৃশংস ও নির্মম হামলার নিন্দা করেছেন স্লোভাকিয়ায় প্রেসিডেন্ট জুজানা ক্যাপুতোভা। তিনি বলেছেন, 'আমি হতভম্ব। আমি আশা করছি, ফিকো দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন'।

কিন্তু কে করল এই কাজ, কেন?

এ সম্পর্কে বৃহস্পতিবার যা জানা গেল, তা তো চমকপ্রদ। ক্রমে 'আততায়ী'র পরিচয় জেনে তাজ্জব সকলে! প্রধানমন্ত্রীকে গুলি করেছেন এক কবি। সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ, এক পলিতকেশ লেখক। তার তিনটি প্রকাশিত কাব্যগ্রন্থ রয়েছে। তিনি এক লিটারেরি ক্লাবের প্রতিষ্ঠাতা। লেখক সংঘের সদস্য। পরিচিতজনেরা বলছেন, লেখক এই মানুষটি বরাবরই খুব শান্ত, সুভদ্র। নীতিনিষ্ঠ এবং আদর্শবাদীও। কিছুটা প্রতিবাদীও হয়তো, কিন্তু মোটেই বদরাগী নন।

তার ছেলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তিনি জানাচ্ছেন, তার বাবা ঠিক কী ভেবে এমন ঘটনা ঘটিয়েছেন তা তার কোনোভাবেই বোধগম্য হচ্ছে না। কেন তিনি এরকম পরিকল্পনা করলেন, ঠিক কী ঘটল, এ সম্পর্কে তিনি সম্পূর্ণ অন্ধকারেই! তবে তিনি এটুকু জানিয়েছেন, তার বাবা আইনি নিয়মকানুন মেনেই বন্দুকের মালিক।

তবে সমস্ত জায়গা থেকে যা যা জানা গিয়েছে, সেসব জোড়াতালি দিয়ে যা দাঁড়াচ্ছে, তা হলো- এই কবি-ভদ্রলোকটি তার দেশের প্রধানমন্ত্রীর নীতির ঘোর বিরোধী। স্লোভাক প্রধানমন্ত্রী রাশিয়াপন্থী, পুতিনের কাজের সমর্থক। অথচ, এই কবি ইউক্রেনের মানুষের ওপর রাশিয়ার অত্যাচারের বিরোধী। তিনি চান, তার দেশের প্রধানমন্ত্রী রাশিয়া বা পুতিনের পথ থেকে সরে এসে মানবিক হোক। প্রতিবাদ করুক পুতিনের নীতির। সহমর্মিতায় পাশে দাঁড়াক অত্যাচারিত ইউক্রেনবাসীর। কিন্তু সেটা হচ্ছে না বলেই তিনি মাথা গরম করে প্রধানমন্ত্রীর উপর গুলি চালিয়ে দিয়েছেন!
সূত্র : জি নিউজ


আরো সংবাদ



premium cement
ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু

সকল