২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসরাইলের জন্য অস্ত্রবহনকারী জাহাজকে নোঙর করতে দেবে না স্পেন

- ছবি : আনাদোলু এজেন্সি

ইসরাইলের জন্য অস্ত্রবহনকারী জাহাজকে নোঙর করতে দেবে না স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস আজ শুক্রবার এই তথ্য জানিয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্পেনের কার্টেজেনার দক্ষিণ-পূর্ব বন্দরে নোঙর করতে চেয়েছিল ইসরাইলের জন্য অস্ত্রবহনকারী একটি জাহাজ। কিন্তু তাদেরকে নোঙর করতে দেয়নি দেশটি। গত ৭ অক্টোবর চলমান গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম এই জাহাজটিকে প্রবেশাধিকার দেয়া হয়নি।

আল বারেস বলেন, চলমান গাজা যুদ্ধে ইসরাইলকে অস্ত্র রফতানি করার অনুমতি দেয়নি স্পেন। এরই ধারাবাহিকতায় ওই জাহাজটিকেও স্প্যানিশ বন্দরে প্রবেশাধিকার দেয়া হয়নি। এর কারণ হলো, স্পেন এই যুদ্ধে কোনো ভূমিকা রাখতে চায় না। বরং গাজা ও পশ্চিমতীরে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার বিরোধিতা করে।

মাদ্রিদ জুলাইয়ের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার অঙ্গীকার করেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement