ইউক্রেনের শতাধিক ড্রোন প্রতিরোধের দাবি রাশিয়ার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ মে ২০২৪, ১৪:৪১
রাশিয়া বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণে এবং সংযুক্ত ক্রিমিয়া ও কৃষ্ণসাগরের আকাশে ইউক্রেনের ১০০টিরও বেশি ড্রোন হামলা প্রতিরোধ করেছে।
শুক্রবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ক্রিমিয়ায় ৫১টি ড্রোন ধ্বংস করা হয়েছে, ক্রাসনোদার অঞ্চলে ৪৪টি, বেলগোরোড অঞ্চলের ওপরে ছয়টি, কৃষ্ণ সাগরের ওপরে ছয়টি এবং কুরস্কের ওপরে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
এক রাতে এটি ছিল ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলার ঘটনা। রুশ বাহিনী সামনের দিকে এগিয়ে আরো অঞ্চলের দখল নেয়ায় গত ১৮ মাসের মধ্যে এটি ছিল তাদের সবচেয়ে বড় সাফল্য। রাশিয়ার সর্বশেষ আক্রমনে ইউক্রেনের যুদ্ধ আরো প্রসারিত হয়েছে।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের (আইএসডব্লিউ) ডাটা থেকে বার্তাসংস্থা এএফপি বলেছে, গত ৯ থেকে ১৫ মের মধ্যে মস্কো ইউক্রেনের ২৭৮ বর্গ কিলোমিটার (১০৭ বর্গ মাইল) এলাকা দখল করেছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা