২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্পেনের কাতালোনিয়ায় সমাজবাদীদের জয়

স্পেনের কাতালোনিয়ায় সমাজবাদীদের জয় - সংগৃহীত

দশ বছর ধরে ক্ষমতায় থাকার পর বিচ্ছিন্নতাবাদী দলগুলি ক্যাটালোনিয়ায় ক্ষমতা হারাতে চলেছে।

রোববার কাতালোনিয়ায় আঞ্চলিক নির্বাচন হয়েছে। সেখানেই বিচ্ছিন্নতাবাদী দলগুলোর হার ও সমাজবাদীদের জয় হয়েছে। সে জন্যই আঞ্চলিক নির্বাচন হলেও এই ভোটের ফলাফল খুব গুরুত্ব পাচ্ছে।

৯৯ শতাংশ ভোটগণনার পর দেখা যাচ্ছে, সমাজবাদীরা ৪২টি আসনে জিতেছেন। তবে তারা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাননি। তারা সবচেয়ে বড় দল হলেও পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ৬৮টি আসন পেতে হতো। তাদের এখন অন্য দলের সাথে জোট করতে হবে।

দ্বিতীয় স্থানে আছে বিচ্ছিন্নতাবাদী জুন্টস পার্টি। তারা পেয়েছে ৩৫টি আসন। মধ্যপন্থী বিচ্ছিন্নতাবাদী পার্টি ইআরসি পেয়েছে ২০টি আসন। স্পেনের সবচেয়ে বড় বিরোধী দল কনসারভেটিভ পার্টি পেয়েছে ১৫টি আসন।

এই বিচ্ছিন্নতাবাদী দলগুলো ২০১৭ সালে কাতালোনিয়াকে স্বাধীন করতে চেয়েছিল। তারা একটা গণভোটেরও আয়োজন করে, যা স্পেন মানেনি। এখন এই ফলে দেখা যাচ্ছে, বিচ্ছিন্নতাবাদীদের শক্তি কমলো। সমাজবাদী ও কনসারভেটিভদের শক্তি বাড়লো।

এই ফলাফল দেখিয়ে দিচ্ছে, স্পেনের সমাজবাদী প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজের নীতি কাতালোনিয়ার বড় অংশের মানুষ মেনে নিয়েছেন। তিনি কাতালোনিয়ার স্বাধীনতার চেষ্টা করার জন্য শাস্তিপ্রাপ্তদের এবং যাদের বিচার চলছে তাদের ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ঐতিহাসিক ফলাফল হয়েছে। ভোটের ফলাফল আসার পর কাতালোনিয়ায় সমাজবাদী নেতা সালভাদোর বলেছেন, একটা নতুন যুগের সূচনা হলো।

তবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জোট না হলে আবার ভোটের একটা সম্ভাবনাও থাকছে।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের

সকল