২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক - ছবি : রয়টার্স

ইসরাইল দক্ষিণ গাজার রাফা শহরে ট্যাঙ্কের বহর পাঠানোর পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এক এক্সবার্তায় বলেছেন, ইসরাইলের জন্য রাফায় অভিযান পরিচালনা উচিৎ নয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, ‘রাফায় এক দশমিক ৫ মিলিয়ন মানুষ রয়েছে। তারা শুধু বাতাসেই বিলীন হয়ে যাবে, এমনটি হতে পারে না।’ এ সময় রাফায় বড় কোনো অভিযানের ব্যাপারে তিনি ইসরাইলকে সতর্ক করেন।

তিনি আরো বলেন, এক মিলিয়ন মানুষ কেবল বাতাসে বিলীন হয়ে যেতে পারে না। তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মানবিক সহায়তার প্রয়োজনে রাফা ও কেরেম শালোম সীমান্ত ক্রসিংও অবিলম্বে খুলে দিতে হবে।

এদিকে, জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা যুদ্ধে জড়িত সকল পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে এবং সাত মাস যুদ্ধের পর আরো মৃত্যু ও ধ্বংস ঠেকাতে সম্ভাব্য সবকিছু করার আহ্বান জানিয়েছেন।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমি উভয় পক্ষকে বলছি, রাজনৈতিক সাহস দেখানো এবং রক্তপাত বন্ধ করুন। বন্দীদের মুক্ত করা ও এখনো বিস্ফোরণের ঝুঁকিতে থাকা অঞ্চলটিকে স্থিতিশীল করতে সহায়তা করুন। সেজন্য পরস্পর একটি চুক্তিতে সম্মত হন। এ বিষয়ে আমি আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি।’

হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার পর জাতিসঙ্ঘ এমন মন্তব্য করেন। তবে হামাসের যুদ্ধবিরতিতে সম্মতির খবরে ইসরাইল বলেছে, তারা ওই প্রস্তাবে সম্মত হয়নি। এর পরিবর্তে পূর্ব রাফায় স্থল আক্রমণ শুরু করেছে।

গুতেরেস বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এটি হাতছাড়া করা ঠিক হবে না।’ এ সময় তিনি রাফায় ইসরাইলের সামরিক অভিযানে বিরক্ত ও ব্যথিত বলেও মন্তব্য করেন।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
ইসকন ইস্যুতে দেশী-বিদেশী ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বর্ণের দাম ভরিতে কমল ২৮২৩ টাকা পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে : মির্জা ফখরুল বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্র করছে : হাসনাত আবদুল্লাহ ‘আমার তাহাজ্জুদগুজার ছেলেকে কিভাবে গলাকেটে হত্যা করল ওরা’ রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান পরে কোনো বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে : মুয়ীদ চৌধুরী আবার লড়াই করে গণতন্ত্র ফেরত আনব : টুকু মিয়ানমারের জান্তার সাথে সংলাপে প্রস্তুত বিদ্রোহীদের একাংশ চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবি জামায়াতের

সকল