সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলনের আগ্রহ নেই রাশিয়ার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ মে ২০২৪, ০৯:৪৩, আপডেট: ০৩ মে ২০২৪, ১১:১৮
রাশিয়া বলেছে, ইউক্রেনের সংঘর্ষ কিভাবে বন্ধ করা যায় সে সম্পর্কে সুইজারল্যান্ডে সম্মেলনে তাদের যোগ দেয়ার কোনো কারণ নেই।
বৃহস্পতিবার তারা এ কথা জানায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে সুইজারল্যান্ড ১৫ থেকে ১৬ জুন এই আলোচনার আয়োজন করতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।
সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস বলেন, এই সম্মেলনে শতাধিক রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সুইজারল্যান্ডের রাজধানী বার্নে পররাষ্ট্রমন্ত্রী ক্যাসিস বলেন, ‘ইউক্রেনের পরই প্রথমে আমরা যে দেশটিকে আমন্ত্রণ জানাই সেটি হলো রাশিয়া। কারণ রাশিয়াকে বাদ দিয়ে শান্তি প্রক্রিয়া চলতে পারে না, যদিও তারা প্রথম বৈঠকে থাকবে না।’
এ সপ্তাহে প্রকাশিত ফরেন পলিসি পত্রিকায় এক সাক্ষাৎকারে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্র কুলেবা বলেন, ‘আমরা জানি যে রাশিয়াকে আলোচনার টেবিলে এনে কোনো লাভ নেই। যদি এই নিশ্চিয়তা না পাওয়া যায় যে তারা সততার সাথে এতে অংশ নেবে।’
জেলেনস্কি তার নৈশকালীন ভিডিও ভাষণে বলেন, এই সম্মেলন হচ্ছে বস্তুত প্রথম সুযোগ যাতে ন্যায়সঙ্গত শান্তি স্থাপন করা যায়।
বৃহস্পতিবার সুইস সরকার বলেছে, রাশিয়াকে বর্তমানের এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। তারা বলে যে তারা রাশিয়াকে এতে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত। কিন্তু মস্কো বার বার বলে আসছে, এ ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই।’
সূত্র : ভয়েস অব আমেরিকা