সার্বিয়ায় বোমা সরাতে ১৩ শ’ লোক স্থানান্তর
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ এপ্রিল ২০২৪, ২১:৩১
সার্বিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি নগরী থেকে বিশেষজ্ঞরা রোববার দেশটিতে ১৯৯৯ সালে ন্যাটোর হামলার পর পরিত্যক্ত একটি বোমা সরাতে এক হাজারেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এক হাজার কিলো (দুই হাজার ২০০-পাউন্ড) ওজনের বোমাটি নিস-এর পাশ্ববর্তী একটি নির্মাণস্থল থেকে সফলভাবে সরিয়ে নেয়া হয়েছে।
কর্মকর্তা লুকা কসিক সাংবাদিকদের বলেন, ‘বোমাটি ধ্বংস করতে এটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।’
তিনি আরো বলেন, বোমাটি প্রাপ্তিস্থল থেকে অপসারণের আগে সেখানকার এক হাজার ৩০০ বাসিন্দাকে নিরাপগ স্থানে সরিয়ে নেয়া হয়।
বোমাটি নিরাপদে সরাতে পুলিশ, দমকল ও মেডিক্যাল টিম উপস্থিত রাখা হয়।
কসিক জানান, এমকে-৮৪ বোমাটির ৪৩০ কিলোগ্রামের বিস্ফোরক চার্জ রয়েছে। কসোভোতে জাতিগত আলবেনিয়ান বিচ্ছিন্নতাবাদিদের ওপর সার্বিয়ান নেতা স্লোবোদান মিলোসেভিচের রক্তক্ষয়ী দমন-পীড়ন বন্ধ করতে ন্যাটো ১৯৯৯ সালের ২৪ মার্চ জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই সার্বিয়ায় বোমাবর্ষণ শুরু করে, যা ৭৮ দিন স্থায়ী হয়।
১৯৯৯ সালের ৭ মে মধ্যাঞ্চলীয় একটি জনাকীর্ণ খোলা বাজারে গুচ্ছ বোমা নিক্ষেপ করা নিসে এক রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহত হয় এক ডজনেরও বেশি লোক। এ ঘটনাকে পরবর্তী একটি ‘বড় ভুল’ বলে অভিহিত করা হয়।
একই বছর ১২ মে নগরীতে আবার গুচ্ছ বোমা হামলা হলে তাতে ১১ জন বেসামরিক লোক নিহত হয়।
সূত্র : এএফপি