ন্যাটোর কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ এপ্রিল ২০২৪, ২৩:১১, আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০০:১৮
রাশিয়ার হামলা ঠেকাতে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, ইউক্রেন ও ন্যাটো পরস্পরের মিত্র কিনা এই ইস্যুই তা নির্ধারণ করে দেবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের বলেন, ন্যাটো দেশগুলো বিপর্যস্ত ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিতে ইচ্ছুক কি না তার ওপর বিচার করে প্রকৃত মিত্র কে, তা নির্ধারণ করা হবে।
জেলেনস্কি পশ্চিমা সহায়তার পরিস্থিতিকে অত্যন্ত সীমিত হিসেবে উল্লেখ করেন। ইসরাইলের প্রতি সহায়তা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো, এ বিষয়ও উল্লেখ করেন তিনি।
সূত্র : ডয়চে ভেলে