২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চীন-জার্মানি অর্থনৈতিক মধুচন্দ্রিকার অবসান!

চীন-জার্মানি অর্থনৈতিক মধুচন্দ্রিকার অবসান! - ফাইল ছবি

প্রায় দুই যুগ ধরে ওয়োবস্টো ছিল আধুনিক সময়ের দারুণ অর্থনৈতিক মিলনের কেন্দ্রবিন্দুতে। মিউনিখের শিল্প এলাকায় অবস্থিত এই জার্মান কোম্পানিটি ২০০১ সালে সাংহাইয়ে তাদের প্রথম প্লান্ট স্থাপন করে। ওই বছরই বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয় চীন।

প্রথমে সানরুফ নির্মাণ করছিল প্রতিষ্ঠানটি। এরপর আন্তর্জাতিক গাড়ি নির্মাতদের জন্য হিটিং, এয়ার কন্ডিশনিং এবং ব্যাটারি সিস্টেম নির্মাণ করতে থাকে। কোম্পানিটি বিপুলভাবে ফুলে ফেঁপে ওঠে।

এদিকে জার্মানি চীনা ক্রেতাদরে জন্য নানা সামগ্রী রফতানি করতে থাকে। তারা জার্মান অংশীদারদের প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করতে থাকে। চীনের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পেছনে তাদের অবদানও রয়েছে।

তবে ওই সুদিন আর নেই। ইতোমধ্যেই ফাটল দেখা দিয়েছে। চাহিদা কমা এবং প্রতিযোগিতা বাড়ায় ওয়েবাস্টো তার বৈশ্বিক কর্মীবাহিনী থেকে ১,৬০০ চাকরি ছাঁটাই করার কথা ঘোষণা করেছে।

ওয়েবাস্টো চেয়ারম্যান হোলগার এনগেলম্যান বলেন, আমরা গাড়ি সরবরাহ শিল্পে প্রতিযোগিতা দেখছি। বাজারে নতুনদের আগামন ঘটছে। বিশেষ করে চীনারা আসছে।

চীন-জার্মান মধুচন্দ্রিমা শেষ হয়ে যাওয়ার এটি একটি ইঙ্গিত বলে মনে করছেন অনেক অর্থনীতিবিদ।

জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ চলতি সপ্তাহে চীন সফর করেছেন।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট


আরো সংবাদ



premium cement