চীনা সাংবাদিককে বহিষ্কার সুইডেনের
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ এপ্রিল ২০২৪, ০৪:৩৩
জাতীয় নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টির অভিযোগে সুইডিশ কর্তৃপক্ষ এক চীনা সাংবাদিককে বহিষ্কার করেছে। ওই নারী সাংবাদিকের আইনজীবী এ তথ্য জানিয়েছেন।
তবে ওই নারী সাংবাদিক সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রায় ২০ বছর ধরে সুইডেনে বসবাস করছিলেন। তার আইনজীবী লট্রিম কাদরুইউ রয়টার্সকে তার মক্কেলের নাম বা তিনি ইতোমধ্যেই সুইডেন ত্যাগ করেছেন কিনা তা জানাননি। তিনি বলেন, তিনি অভিযোগের বিস্তারিত বিবরণ দিতে পারবেন না। কারণ বিষয়টি জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট হওয়ায় খুবই গোপনীয় ব্যাপার।
তিনি বলেন, নিরাপত্তা পুলিশ জানিয়েছে, আমার মক্কেল মারত্মক জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করে থাকতে পারে। মাইগ্রেশন অ্যাজেন্সি, মাইগ্রেশন আদালত এবং সরকার এ ব্যাপারে একমত হয়েছে।
সরকারি সম্প্রচারকারী এসভিটি অভিযোগের ব্যাপারে বিস্তারিত তথ্য না জানিয়ে এটা বলেছৈ যে ওই নারী সাংবাদিক তার ওয়েবসাইটে আর্টিক্যাল প্রকাশ করেছে। তিনি এ কাজের জন্য স্টকহোমের চীনা দূতাবাসের কাছ থেকে অর্থ পেয়েছেন।
অভিযোগে বলা হয়, চীনা কর্তৃপক্ষ এবং ব্যবসায়িক প্রতিনিধিদের তিনি সুইডেনে স্বাগত জানাতেন এবং সুইডিশ কর্মকর্তাদের সাথে বৈঠকের ব্যবস্থা করে দিতেন।
এ ব্যাপারে চীনের স্টকহোম দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, তার সরকার সবসময় চীনা নাগরিকদের তারা যে দেশে বসবাস করেন, সেখানকার আইন মেনে চলার অনুরোধ করে। দূতাবাস আরো আশা করে যে চীনা নাগরিকদের অধিকার এবং স্বার্থ লঙ্ঘিত হবে না।
এসভিটি জানায়, ওই নারীকে অক্টোবরে আটক করা হয় এবং সুইডেনের মাইগ্রেশন অ্যাজেন্সি শিগগিরই তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট