২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি বতসোয়ানার

- ছবি : আলজাজিরা

হাতি শিকারের (হান্টিং ট্রফি) ওপর জার্মান বিধিনিষেধের কারণে সৃষ্ট রাজনৈতিক বিরোধের জেরে জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি দিয়েছেন বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসি। সম্প্রতি জার্মান দৈনিক ডেইলি বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দেন তিনি।

সম্প্রতি জার্মানির পার্লামেন্টে হান্টিং ট্রফি আমদানি নীতিতে বিধিনিষেধ জারির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। প্রস্তাবটি এনেছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা গ্রিন পার্টির জার্মানি শাখার নেতা স্টেফি লেমকে নিজে।

এর প্রতিক্রিয়ায় বুধবার দৈনিক বিল্ডকে দেয়া ওই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসাসি বলেন, ‘বার্লিনে বসে বন্যপশুপাখির জন্য দরদ দেখানো খুব সহজ; কিন্তু আবেগ আর বাস্তবতা এক নয়। বিশ্ব এবং লেমকের সমর্থকদের জন্য হাতি সংরক্ষণ করছি আমরা। আর সেজন্য যথেষ্ট মূল্যও আমাদের দিতে হচ্ছে।’

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement