২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নরওয়েতে গ্রেফতার সুইডেনে কোরআন পোড়ানো সেই মোমিকা

- ছবি : আরব নিউজ

উত্তর ইউরোপের দেশ নরওয়েতে গ্রেফতার হয়েছেন ইরাকি বংশোদ্ভূত সালওয়ান মোমিকা। তিনি গত বছর সুইডেনে বেশ কয়েকবার কোরআন পুড়িয়ে আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দিয়েছিলেন। অসলো তাকে সুইডেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

বার্তা সংস্থা এএফপির সূত্রে আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এএফপি জানিয়েছে, বারবার কোরআন অবমাননাকারী ইরাকি বংশোদ্ভূত সেই সালওয়ান মোমিকাকে গ্রেফতার করেছে অসলো। বৃহস্পতিবার তাদের একটি আদালত মোমিকাকে সুইডেনে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে।

মোমিকা গত সপ্তাহে বলেছিলেন, তিনি সুইডেন ছেড়ে নরওয়েতে গেছেন। এখন সেখানেই তিনি আশ্রয় নেয়ার পরিকল্পনা করছেন। পরে গত ২৮ মার্চ নরওয়ে প্রবেশের একদিন পরই অসলো জেলা আদালতের নির্দেশে গ্রেফতার হন তিনি। পরে ৩০ মার্চ তার শুনানি হয়। শুনানি শেষে চার সপ্তাহ আটক রাখার সিদ্ধান্ত দিয়েছেন বিচারক। এরপর নরওয়েজিয়ান ডিরেক্টরেট অফ ইমিগ্রেশন (ইউডিআই) থেকে তাকে সুইডেনে ফেরত পাঠানোর চেষ্টা করা হবে।

আদালতের রায়ে বলা হয়েছে, ‘আনুষ্ঠানিক ও ব্যবহারিক ব্যবস্থা সম্পন্ন হওয়ার সাথে সাথেই তাকে সুইডেনে ফেরত পাঠানো হবে।’

মোমিকার কোরআন পোড়ানোর ঘটনা মুসলিম দেশগুলোতে ব্যাপক ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে। ইরাকি বিক্ষোভকারীরা জুলাই মাসে বাগদাদে সুইডিশ দূতাবাসে দুবার হামলা চালায়। দ্বিতীয়বার তো তারা কম্পাউন্ডের মধ্যে আগুনও দিতে শুরু করে।

সুইডিশ সরকার কোরআনের অপবিত্রতার নিন্দা করেছে। কিন্তু বাক ও সমাবেশের স্বাধীনতা সংক্রান্ত দেশের আইনের ওপর জোর দিয়েছে।

সুইডেনের গোয়েন্দা সংস্থা আগস্টের মাঝামাঝি সময়ে তার সন্ত্রাসী সতর্কতার মাত্রা বাড়িয়ে পাঁচ স্কেলে চার করেছে। কারণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেশটিকে একটি ‘অগ্রাধিকারমূলক লক্ষ্য’ বানিয়েছে।

সুইডিশ মাইগ্রেশন এজেন্সি অক্টোবরে মোমিকার রেসিডেন্সি পারমিট প্রত্যাহার করে। তার আসল আবেদনে মিথ্যা তথ্য উল্লেখ করে। কিন্তু তাকে একটি অস্থায়ী অনুমতি দেয়া হয়েছিল। কারণ সে বলেছিল যে ইরাকে নির্বাসনের একটি বাধ্যতা ছিল।

উল্লেখ্য, গত মাসেই কোরআন পোড়ানোর অপরাকে ইরাক সরকার তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল।

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement