২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফিনল্যান্ডের স্কুলে বুলিংয়ের কারণে সহপাঠীকে হত্যা

- ছবি : ডয়চে ভেলে

ফিনল্যান্ডে মঙ্গলবার এক স্কুলে ১২ বছরের এক ছেলের গুলিতে তার এক সহপাঠী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুলিংয়ের কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘কাজটি যে পূর্বপরিকল্পিত তার প্রমাণ প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।’

একটি ফোন ও কম্পিউটারে পাওয়া তথ্যের ভিত্তিতে এমনটা মনে করছে পুলিশ।

বিবৃতিতে সন্দেহভাজন হত্যাকারী যে বুলিংয়ের শিকার হয়েছিল তা নিশ্চিত করা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ সে বিষয়টি জানতো কি না সে ব্যাপারে বুধবার কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাজধানী হেলসিংকির কাছে অবস্থিত এক শহরে ওই হামলার ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।

সন্দেহভাজন হত্যাকারীর বয়স কম হওয়ায় আদালতে তার বিচার করা সম্ভব নয়। তাই তাকে সোশ্যাল সার্ভিসের কাছে রাখা হয়েছে। হামলার বিষয়টি সে স্বীকার করেছে।

ফিনল্যান্ডে ২০০৭ ও ২০০৮ সালে স্কুলে গোলাগুলির ঘটনার পর ২০১০ সালে বন্দুক সংক্রান্ত আইন কঠোর করা হয়। লাইসেন্স আবেদনকারীর বয়স ১৮ থেকে বাড়িয়ে ২০ করা হয়।

পুলিশ বলছে, ১২ বছরের ছেলেটি কিভাবে বন্দুক পেলো তা প্রাথমিকভাবে বোঝা গেছে। বন্দুকটি তার এক আত্মীয়ের ছিল। তবে আরো তদন্ত করা হবে বলেও পুলিশ জানিয়েছে।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement