২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জার্মানির চিড়িয়াখানা থেকে বানর চুরি

জার্মানির চিড়িয়াখানা থেকে বানর চুরি - সংগৃহীত

‘লায়ন টেলড ম্যাকাক’ ছোট লেজওয়ালা বানর বিশ্বের অন্যতম বিপন্ন প্রজাতি। জার্মানির পূর্বাঞ্চলের শহর লাইপসিশ চিড়িয়াখানা থেকে মঙ্গলবার এমন একটি বানর চুরির তথ্য প্রকাশ হওয়ার পর থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা, শুরু হয়েছে তদন্ত।

‘খাঁচা ভাঙার চিহ্ন স্পষ্ট’
রোববার ইস্টারের ছুটির দিনে প্রাণীদের থাকার নির্দিষ্ট জায়গা ও খাঁচার অংশগুলো পরীক্ষা করার সময়েই চিড়িয়াখানার কর্মীরা দেখেন বানরটি নেই।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিশ্চিত করে যে রীতিমতো জোর করে খাঁচা ভাঙা হয়েছে এবং সেই চিহ্ন স্পষ্ট।

তাদের মতে, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা ফাঁদ পেতে বানরটিকে চুরি করে।

চুরি যাওয়া নারী-বানরটির বয়স ১৫ বছর, নাম রুমা। লায়ন টেলড ম্যাকাক বানরদের লেজের আগা অনেকটা সিংহের লেজের মতো।

এই বানরটির পাশেই বাস আরেকটি ১২ বছর বয়সী ম্যাকাক। তাকে চুরি না করা হলেও চিড়িয়াখানা কর্মীরা জানান, খাঁচা ভাঙায় বানরটির কোনো নড়াচড়া নেই।

জার্মান সংবাদপত্র বিল্ডকে চিড়িয়াখানার এক মুখপাত্র বলেন, ইয়েমুর নামের পুরুষ ম্যাকাকটি তার সঙ্গীর কথা ভাবছে, কারণ বানরদের একটি বিশেষ সামাজিক চরিত্র থাকে। ১৭টি ভিন্ন ডাক ও শরীরী ভাষায় এমনটাই বোঝাতে চাইছে বানরটি।

বানর কাণ্ডে পুলিশি তৎপরতা
এই চিড়িয়াখানাটি স্যাক্সনি রাজ্য পুলিশের আওতায়। প্রত্যক্ষদর্শীদের আহ্বান জানিয়ে এই চুরির তদন্ত শুরু করেছে তারা। বাড়ানো হয়েছে চিড়িয়াখানা ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা।

লাইপসিশ চিড়িয়াখানার পরিচালক ইয়্যোর্গ ইয়ুনহোল্ড এই ঘটনাকে ‘খারাপ খবর’ বলেন। তার মতে, ‘এই চুরির কারণ ঠিক কী, তা না জানলেও মধ্যবয়স্ক প্রাণীটির অবস্থা নিয়ে আমরা খুবই চিন্তিত। তার দেখভালের জন্য বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন। আমরা খুব আশা করছি যাতে এই প্রাণীটিকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারি।’

এই প্রজাতির বানর মূলত বাস করে ভারতের দক্ষিণাঞ্চলের পশ্চিম ঘাটে। বনাঞ্চল কমতে থাকায় এই প্রজাতির মাত্র কয়েক হাজার বানর এখন পাওয়া যায়। এছাড়া, তাদের মাংস ও পশমের জন্যেও তাদের খোঁজে থাকে চোরাশিকারীরা। কিছু কিছু বিতর্কিত ‘চিকিৎসা’ পন্থার জন্যও এই প্রাণীর শিকার করে থাকেন কেউ কেউ।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement