২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আগামী ১২ মে অনুষ্ঠিত হবে স্পেন থেকে কাতালোনিয়া স্বাধীন হওয়ার পক্ষে গণভোট

- ছবি : ডেইলি সাবাহ

স্পেন থেকে স্বাধীন হওয়ার পক্ষে রায় দিয়েছিল দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট। মঙ্গলবার কাতালোনিয়ার পেরে আরাগোনেস নতুন স্বাধীনতা গণভোটের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী ১২ মে সেটা অনুষ্ঠিত হবে।

এই জাতীয় ভোটের বৈধতার উপর একটি সমীক্ষা উপস্থাপন করে আরাগোনেস বলেছেন, স্বাধীনতার উপর ভোট দেয়া বর্তমান আইনি প্রেক্ষাপটে সম্ভব। সাধারণ ক্ষমা আইনের মতো এটি কেবল রাজনৈতিক সম্মতির বিষয়।

সমীক্ষা অনুসারে, এই অঞ্চলটি স্পেন থেকে বিভক্ত হবে কিনা তা নিয়ে একটি ভোট দেয়ার সর্বোত্তম পথ হলো একটি ‘পরামর্শমূলক গণভোট’ সম্পর্কিত স্পেনীয় সংবিধানের ৯২ অনুচ্ছেদ ব্যবহার করা।

আরাগোনেসের প্রস্তাবিত গণভোটের প্রশ্নটি হলো, ‘আপনি কি চান কাতালোনিয়া একটি স্বাধীন রাষ্ট্র হোক?’

তবে কিছু করার আগে ভোটটি স্পেনের রাজার অনুমোদিত হতে হবে। প্রধানমন্ত্রীর প্রস্তাবিত এবং সংসদেরও অনুমোদিত হতে হবে।।

মঙ্গলবার স্প্যানিশ সরকারের মুখপাত্র দ্রুত প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছেন, একটি গণভোট কাতালোনিয়া সম্পর্কে সরকারের নীতির স্পষ্টভাবে এবং আমূল বিরোধী।

উল্লেখ্য, গণভোটের জন্য আরাগোনেসের নতুন প্রস্তাবটি স্ন্যাপ নির্বাচনের আগে আসে, যা তিনি এই অঞ্চলের জন্য আহ্বান করেছিলেন। আগামী ১২ মে সেটি অনুষ্ঠিত হবে।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement