স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের কার্যালয়ে উচ্চস্বরে আজান (ভিডিও)
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ মার্চ ২০২৪, ১৫:৪৭
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফের কার্যালয় বোট হাউজে উচ্চস্বরে মাগরিবের আজান ও ইফতারি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও শেয়ারের মাধ্যমে হামজা ইউসুফ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার আলজাজিরা জানিয়েছে, দেশটির বিভিন্ন ধর্মের বিশিষ্টজনদের সম্মানে বোট হাউজে ইফতার মাহফিলের আয়োজন করেন ফার্স্ট মিনিস্টার হামজা। মাহফিলে ইফতারির আগ মুহূর্তে উচ্চস্বরে মাগরিবের আজান অনুষ্ঠিত হয়।
এক্স-এ প্রকাশিত ভিডিওর ক্যাপশনে হামজা ইউসুফ লিখেছেন, সূর্যাস্তের সময় মাগরিবের আজানের মাধ্যমে মুসলিমরা রোজা ভাঙেন। বোট হাউজে আজ আজান দিয়েছেন শায়খ রাব্বানি। এ সময় ইফতারির দস্তরখানে বিভিন্ন ধর্মের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
হামজা ইউসুফ আরো লিখেছেন যে- সম্ভবত বোট হাউজের ইতিহাসে এবারই সর্বপ্রথম নামাজের জন্য আজান দেয়া হলো।
হামজা ইউসুফ শুধুমাত্র যুক্তরাজ্যে নয়, সাধারণভাবে পশ্চিমা রাজনৈতিক ইতিহাসের প্রথম মুসলিম ব্যক্তি, যিনি পশ্চিমা একটি দেশে প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত।
সূত্র : আলজাজিরা মুবাশির
Muslims break their fast at sunset with the call to prayer. Today, Sheikh Rabbani performed the call to prayer in Bute House with friends from across different faith communities.
— Humza Yousaf (@HumzaYousaf) March 28, 2024
Quite possibly the first time the Islamic call to prayer has been performed in Bute House! pic.twitter.com/xU4XwDZdln