২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা জারি করল ফ্রান্স

- ছবি : ফ্রান্স ২৪

মস্কোর কনসার্ট হলে শুক্রবারের ভয়াবহ হামলার পর ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রোববার (২৪ মার্চ) প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সিনিয়র নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেয়া এক পোস্টে গ্যাব্রিয়েল বলেন, মস্কোতে হামলার পর ফরাসি সরকার তার সর্বোচ্চ স্তরে সন্ত্রাসী সতর্কতা জারি করছে।

ফ্রান্সে সন্ত্রাসী হামলার জন্য তিন স্তরের সতর্কতা ব্যবস্থা রয়েছে। সর্বোচ্চ স্তরটি দেশের অভ্যন্তরে বা বিদেশে আক্রমণের পরিপ্রেক্ষিতে বা যখন কোনো হুমকি আসন্ন বলে মনে করা হয় তখন জারি করা হয়।

সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী সতর্কতা জারি করা হলে তার অধীনে ট্রেন স্টেশন, বিমানবন্দর ও ধর্মীয় স্থানের মতো জনসমাগম হয় এমন স্থানগুলোতে সশস্ত্র বাহিনীর সতর্ক অবস্থানের পাশাপাশি নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকে ফ্রান্স সরকার।

সূত্র : ফ্রান্স ২৪


আরো সংবাদ



premium cement