২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্পেনে ট্রাক্টর নিয়ে কৃষকদের বিক্ষোভ

স্পেনে ট্রাক্টর নিয়ে কৃষকদের বিক্ষোভ - সংগৃহীত

স্পেনের মাদ্রিদের রাস্তায় রোববার ট্রাক্টর নিয়ে বিক্ষোভ দেখিয়েছে কৃষকরা। তাদের কৃষিপণের ন্যায্য দামের দাবিতে এই বিক্ষোভ করেছে তারা।

কৃষকদের দাবি, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যে পরিবেশ-সংক্রান্ত নীতি নিয়ে চলেছে তা ঠিক নয়। এর ফলে কৃষকদের অবস্থা খারাপ হচ্ছে।

সম্প্রতি ইইউ পরিবেশ-সংক্রান্ত নীতিতে পরিবর্তন এনেছে। কিন্তু এই পরিবর্তনের পরেও কৃষকরা বিক্ষোভ দেখিয়েছে। তাদের দাবি, নীতিতে পরিবর্তন সত্ত্বেও তারা তাদের উৎপন্ন পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না। তাদের ওপর আর্থিক বোঝা বাড়ছে।

কৃষকরা কৃষি মন্ত্রণালয়ে মিছিল করে যায়। তারা সেখানে জানায়, ইইউ যে পরিবেশ নিয়মে পরিবর্তন এনেছে, তাতে তারা খুশি না।

কী বলছে কৃষকরা?
কৃষকদের হাতে ছিল ব্যানার। তাতে লেখা, ‘আমরা অপরাধী নই’। মাদ্রিদ-সহ বিভিন্ন জায়গা থেকে কৃষকরা ট্রাক্টর নিয়ে এসেছিল।

মার্কোস বলডোমিনোস বার্তাসংস্থা এএফপিকে জানান, ‘মনে হচ্ছে, ওরা আমাদের গলা কেটে নিতে চায়।’ তার ট্রাক্টরকে তিনি একটি গিলোটিনের আকার দিয়েছিলেন।

৫০ কিলোমিটার দূর থেকে আসা এই কৃষকের দাবি, ‘ইইউর আইনের ঠেলায় আমাদের দমবন্ধ লাগছে।’

গত শুক্রবার ইইউ পরিবেশ-সংক্রান্ত নিয়মে ছাড় দিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, ‘কৃষকদের জন্যই এটা করা হয়েছে।’

কিন্তু ইউনিয়নগুলি জানিয়েছে, এতে কাজ হবে না।

ইইউর আমলাতন্ত্র নিয়ে হতাশ ইউনিয়নগুলো
ট্রেড ইউনিয়ন নেতা লুই কর্টেস স্পেন সরকারকে সাবধান করে দিয়ে বলেন, যদি কোনো সমাধান না হয়, তাহলে তারা চাপ আরো বাড়াবেন। উত্তেজনাও বাড়বে। তিনি অন্তত এক মাসের মধ্যে সরকারের প্রতিক্রিয়া চান।

কর্টেস বলেন, কৃষকদের সহায়তা করার জন্য আইন হওয়া উচিত। কৃষকদের শস্যের গুণগত মান যাতে বাড়ে তার দিকে লক্ষ্য রেখে পরিবেশগত নিয়ম করা উচিত। ইইউ উপযুক্ত পরিবেশ আইন করুক। এর সাথে কৃষিকে মিশিয়ে দেয়া ঠিক নয়।

ইইউর আমলাতন্ত্র নিয়ে স্পেনের কৃষকরা এই প্রথমবার ক্ষোভ দেখাচ্ছে এমন নয়। গত ২১ ফেব্রুয়ারি প্রায় ৫০০টি ট্রাক্টর নিয়ে কৃষকরা মাদ্রিদে এসে বিক্ষোভ দেখিয়েছে। তখনও তারা ন্যায্য দামের দাবি তুলেছিল। তারা তখনো বলেছিল, এমন পরিবেশ আইন হওয়া উচিত, যেখানে আমলাদের নিয়ন্ত্রণ অনেক কম থাকবে, রাষ্ট্র যেখানে কৃষকদের আরো সাহায্য করবে।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
টেকনাফে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা

সকল