বিপুল জয়ের দ্বারপ্রান্তে পুতিন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ মার্চ ২০২৪, ০৪:২২, আপডেট: ১৮ মার্চ ২০২৪, ১২:৫৮
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরেকবার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। শুক্রবার থেকে তিন দিনব্যাপী হওয়া ভোটে তিনি বিপুলভাবে এগিয়ে রয়েছেন। এই প্রতিবেদন লেখার সময় যে ৬০ ভাগ ভোট গণনা করা হয়েছে, তার প্রায় ৮৭ ভাগ পেয়েছেন তিনি। ফলে নিশ্চিতভাবেই যে তিনি আরেকবার রাশিয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তা বলা যায়। অর্থাৎ তিনি তার সিকি শতকের শাসনকাল আরো ছয় বছর বাড়াতে চলেছেন।
রোববার বিরোধীরা ভোটকেন্দ্রগুলোর সামনে পুতিনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করা সত্ত্বেও তার জয় প্রতিরোধ করা সম্ভব হয়নি।
এই জয়ের মাধ্যমে তিনি ২০০ বছরের মধ্যে রাশিয়ার সবচেয়ে বেশি সময় ধরে শাসনকারী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। ৭১ বছর বয়স্ক পুতিন একইসাথে যোশেফ স্ট্যালিনের শাসনকালকেও অতিক্রম করে যাবেন।
ভোট গণনায় দেখা যায়, কমিউনিস্ট প্রার্থী নিকোলাই খারিতোনভ মাত্র ৪ ভাগ ভোট পেয়েছেন। আর নবাগত ভ্লাদিস্লাভ দাভ্যানকভ তৃতীয় এবং উগ্র-জাতীয়তাবাদী লিওনিদ স্লাটস্কি চতুর্থ হচ্ছেন।
রাশিয়াব্যাপী ভোটারের উপস্থিতি ছিল ৭৪.২২ ভাগ। কর্মকর্তারা বলছেন, ২০১৮ সালে ভোটারের উপস্থিতি ছিল ৬৭.৫ ভাগ।
সাবেক সোভিয়েত গুপ্তচর সংস্থা কেজিবির লে. কর্নেল পুতিন ১৯৯৯ সালে প্রথম ক্ষমতায় আসেন।
যুক্তরাষ্ট্র এই নির্বাচনক অবাধ বা সুষ্ঠু কোনোটাই নয় বলে জানিয়েছে।
সূত্র : আল জাজিরা