পূর্ব ইউক্রেনে গোলাবর্ষণে ৩ শিশু নিহত : রাশিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ মার্চ ২০২৪, ১৫:৫৬
মস্কোর এক কর্মকর্তা বলেছেন, রাশিয়া অধিকৃত দোনেৎস্ক নগরীতে ইউক্রেনের গোলাবর্ষণে তিন শিশু নিহত হয়েছে।
শুক্রবার তিনি এক কথা বলেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
রাশিয়া দোনেৎস্ক অঞ্চলকে সংযুক্ত করেছে বলে দাবি করলেও এটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে নেই এবং আঞ্চলিক এই রাজধানী বারবার গোলাবর্ষণের শিকার হতে দেখা যায়।
দোনেৎস্কে রাশিয়ার নিয়োগ দেয়া মেয়র আলেক্সি কুলেমজিন টেলিগ্রামে পোস্টকৃত এক বার্তায় বলেন, ‘রাতভর বর্বর গোলাবর্ষণ করা হয়। এতে আবাসিক এলাকার একটি বাড়ি বারবার হামলার শিকার হয়।’
তিনি আরো বলেন, সেখানে এইসব হামলায় তিন শিশু প্রাণ হারায়। এদের মধ্যে এক শিশু ২০০৭ সালে, আরেকজন ২০১৪ সালে এবং তৃতীয় শিশু ২০২১ সালে জন্মগ্রহণ করে। এদের দু’জন মেয়ে এবং একজন ছেলে শিশু।
দোনেৎস্ক নগরীর কেন্দ্রস্থল যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
সূত্র : বাসস