জার্মানির বন শহরে শিশুর মৃত্যু, মা আটক
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ মার্চ ২০২৪, ১৭:১৫
জার্মানির বন শহরে সোমবার রাতে একটি ফ্ল্যাট থেকে ছয় বছরের এক শিশুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। মঙ্গলবার বিকালে তার মাকে আটক করা হয়েছে।
বনের বাড গোডেসবার্গ এলাকায় এই ঘটনা ঘটে।
সোমবার রাত সোয়া ৯টার দিকে জরুরি নম্বরে ফোন করে এক নারীর রাইন নদীতে ঝাঁপিয়ে পড়ার খবর দেয়া হয়।
পরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওই নারীকে নদী থেকে টেনে তোলেন দুই পথচারী। এরপর তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর ওই নারী পুলিশ ও উদ্ধারকর্মীদের একটি ঠিকানা দিয়ে সেখানে তার মেয়ের খবর নিতে বলেন। জরুরি সেবা কর্মীরা ওই ফ্ল্যাটে গিয়ে অজ্ঞান অবস্থায় ছয় বছর বয়সি এক শিশুকে পান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
শিশু মৃত্যুর ঘটনাটি হত্যাকাণ্ড সন্দেহে একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ৪৬ বছর বয়সি ওই নারীকে সন্দেহভাজন খুনি হিসেবে আটক করা হয়েছে। পাবলিক প্রসিকিউটরের কার্যালয় তাকে বিচার-পূর্ববর্তী জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখতে চাইলে ম্যাজিস্ট্রেট তা অনুমোদন করেন।
পুলিশের মুখমাত্র রব্যার্ট শল্টেন জানান, ফরেনসিক মেডিসিনের মাধ্যমে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে। এটি একটি হত্যাকাণ্ড বলে বর্তমানে সন্দেহ করা হচ্ছে। এর সাথে তৃতীয় কোনো ব্যক্তি জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান তিনি। অপরাধ সংঘটনের সময় শিশুটির বাবা শহরের বাইরে ছিলেন।
সূত্র : ডয়চে ভেলে