২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জার্মানির বন শহরে শিশুর মৃত্যু, মা আটক

মৃত শিশুর মাকে সন্দেহভাজন খুনি হিসেবে আটক করেছে পুলিশ। - ছবি : ডয়চে ভেলে

জার্মানির বন শহরে সোমবার রাতে একটি ফ্ল্যাট থেকে ছয় বছরের এক শিশুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। মঙ্গলবার বিকালে তার মাকে আটক করা হয়েছে।

বনের বাড গোডেসবার্গ এলাকায় এই ঘটনা ঘটে।

সোমবার রাত সোয়া ৯টার দিকে জরুরি নম্বরে ফোন করে এক নারীর রাইন নদীতে ঝাঁপিয়ে পড়ার খবর দেয়া হয়।

পরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওই নারীকে নদী থেকে টেনে তোলেন দুই পথচারী। এরপর তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর ওই নারী পুলিশ ও উদ্ধারকর্মীদের একটি ঠিকানা দিয়ে সেখানে তার মেয়ের খবর নিতে বলেন। জরুরি সেবা কর্মীরা ওই ফ্ল্যাটে গিয়ে অজ্ঞান অবস্থায় ছয় বছর বয়সি এক শিশুকে পান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

শিশু মৃত্যুর ঘটনাটি হত্যাকাণ্ড সন্দেহে একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ৪৬ বছর বয়সি ওই নারীকে সন্দেহভাজন খুনি হিসেবে আটক করা হয়েছে। পাবলিক প্রসিকিউটরের কার্যালয় তাকে বিচার-পূর্ববর্তী জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখতে চাইলে ম্যাজিস্ট্রেট তা অনুমোদন করেন।

পুলিশের মুখমাত্র রব্যার্ট শল্টেন জানান, ফরেনসিক মেডিসিনের মাধ্যমে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে। এটি একটি হত্যাকাণ্ড বলে বর্তমানে সন্দেহ করা হচ্ছে। এর সাথে তৃতীয় কোনো ব্যক্তি জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান তিনি। অপরাধ সংঘটনের সময় শিশুটির বাবা শহরের বাইরে ছিলেন।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামে পিলখানা হত্যার তদন্ত ও চাকরিতে পূর্ণবহালের দাবি গাজা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত : হামাস অ্যাডভোকেট সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ নৌ-পরিবহন উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত বিশ্ব নেতাদের আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল টাইগ্রেসরা ববিতে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবি মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির বিষয়ে সব পক্ষের মতামত গ্রহণের সিদ্ধান্ত অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের হাসিনার পালানোর দৃশ্য মনে করতে বললেন ফারুকী ঢাকা ইপিজেড ও সংলগ্ন এলাকায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস

সকল