হুয়াওয়ের অনুরোধ প্রত্যাখ্যান রোমানিয়ার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ মার্চ ২০২৪, ০৫:৫৯
৫জি সরঞ্জাম সরবরাহ করার চীনা টেলিকমিউনিকেশন জায়ান্ট হুয়াওয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ন্যাটোভুক্ত দেশ রোমানিয়া।
রোমানিয়া তার ৫জি নেটওয়ার্কে সরঞ্জাম সরবরাহ করার ওই অনুরোধ প্রত্যাখ্যান করার খবরটি প্রকাশ করেছে রোমানিয়ার নিউজ আউটলেট রোমানিয়া ইনসাইডার। কারণ হিসেবে নিরাপত্তাগত উদ্বেগের কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ওয়াশিংটন হুয়াওয়েকে নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনা করে। যুক্তরাষ্ট্রের বিবেচনায় কোম্পানিটি চীন সরকারের সাথে সম্পর্কযুক্ত। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে হুয়াওয়ে।
রোমানিয়া জানিয়েছে, তারা জাতীয় স্বার্থ এবং বিদ্যমান পরিস্থিতির আলোকে ওই সিদ্ধান্ত নিয়েছে।
রোমানিয়া সরকারের ৫জি থেকে হুয়াওয়েকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের সমালোচনা করেছে বুখারেস্টে অবস্থিত চীনা দূতাবাস।
উল্লেখ্য, ইউরোপের আরো কয়েকটি দেশে হুয়াওয়ের সরঞ্জামের ওপর কড়াকড়ি বজায় রয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে সুইডেন ও লাটভিয়া।
সূত্র : নিউজউইক