ইউক্রেনকে রাশিয়ার অংশ দাবি সাবেক রুশ প্রেসিডেন্টের
- ০৫ মার্চ ২০২৪, ১৬:৪০
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনকে রাশিয়ার অংশ হিসেবে মন্তব্য করেছেন।
সোমবার দক্ষিণাঞ্চলীয় সোচি শহরে তরুণদের এক উৎসবে দেয়া বক্তব্যে মেদভেদেভ এসব কথা বলেন। এ সময় ইউক্রেনের বর্তমান সরকারের সাথে রাশিয়ার শান্তি আলোচনার সম্ভাবনাকেও নাকচ করে দিয়েছেন তিনি।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ মনে করেন, রাশিয়ার এসব ঐতিহাসিক অংশগুলোকে আবারো রাশিয়ার সাথে যুক্ত করে নেয়া উচিত।
তিনি বলেন, ‘ইউক্রেনের সাবেক নেতাদের একজন কোনো এক প্রসঙ্গে বলেছেন যে ইউক্রেন রাশিয়ার অংশ নয়। এ ধারণাটি চিরতরে মুছে ফেলা প্রয়োজন। ইউক্রেন অবশ্যই রাশিয়ার অংশ।’
অপরপক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ চলবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
সূত্র : আল জাজিরা