২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কাউন্সিল অফ ইউরোপ থেকে সরে যেতে পারে আজারবাইজান

- ছবি : ডেইলি সাবাহ

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, যদি এক বছরের মধ্যে তার প্রতিনিধি দলের অধিকার পুনরুদ্ধার না করা হয়, তাহলে কাউন্সিল অফ ইউরোপ থেকে সরে যেতে পারে আজারবাইজান।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী বাকুতে জার্মান ইস্টার্ন বিজনেস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সাথে তিনি এমন মন্তব্য করেন।

আলিয়েভ বলেন, গত মাসে কাউন্সিল অফ ইউরোপের পার্লামেন্টারি অ্যাসেম্বলিতে আজারবাইজান প্রতিনিধি দলকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যদি তাদেরকে আপন অবস্থান ব্যক্ত করার সুযোগই না দেয়া হয়। তবে তারা কেন সেখানে অংশগ্রহণ করবে?

তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করছি যে কাউন্সিল অফ ইউরোপে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। আমাদের অনেক কর্মকর্তা মনে করেন, এর কারণ হলো, আমরা মুসলিম। অথচ জার্মান চ্যান্সেলর (ওলাফ স্কোলজ) নিরপেক্ষতা প্রদর্শন করেন। তিনি তার বক্তব্য ও কাজে সেটি প্রমাণও করতে চান। কিন্তু তিনি এমন একটি দলের নেতৃত্ব দেন, যারা অখৃস্টান হওয়ার কারণে আজারবাইজানকে বিচ্ছিন্ন করতে চান। সেজন্য আমাদের প্রতিনিধি দলকে যদি তাদের অধিকার ফিরিয়ে না দেয়া হয়, তাহলে আমরা কাউন্সিল থেকে বের হয়ে যেতে পারি।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement