রাশিয়ার সাথে যুদ্ধে ৩১০০০ সেনা নিহত : জেলেনস্কি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৫, আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৮
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে- রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনে গত দুই বছরে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিয়েভে ‘ইউক্রেন- ২০২৪ সাল’ ফোরাম আলোচনায় জেলেনস্কি বলেন, ‘প্রতিটি জীবন ইউক্রেনের জন্য পরম ত্যাগের বিষয়।’
জেলেনস্কি আরো জানান, ১০ হাজারেরও বেশি বেসামরিক লোক দখলকৃত এলাকাগুলোতে প্রাণ হারিয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জানা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম জেলেনস্কি প্রাণহানির এই সংখ্যা প্রকাশ করল।
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী রোববার জানিয়েছে, দুই বছরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া ৪ লাখ ৯ হাজার ৮২০ জন সৈন্য হারিয়েছে।
ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের জেনারেল স্টাফ অফ দ্য আর্মড ফোর্সেস রাশিয়ার ক্ষয়-ক্ষতিরএই খবর প্রকাশ করেন।
প্রতিবেদনে, আগের দিনে রাশিয়া তাদের ৮১৯ জন সেনা সদস্য হারিয়েছে বলেও জানানো হয়। রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
রোববার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেনের কয়েকটি প্রদেশে লক্ষ্য করে ছোঁড়া ১৮টি রুশ ড্রোনের মধ্যে ১৬টি ভূপাতিত করেছে।
শনিবার যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যারা ইউক্রেনকে সমর্থন করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আরো বলেন, ‘আমাদের সেটাই নিশ্চিত করতে হবে যেন রাশিয়া হেরে যায়, তাহলেই কেবল পুরো বিশ্ব সম্প্রদায় এবং এ ধরনের আন্তর্জাতিক আইনগুলো টিকবে।’
ইউক্রেনীয়রা এই দিনটি যুদ্ধে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে উদযাপন করে।
যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করতে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন গ্রুপ অফ সেভেনের নেতারা।
এক বিবৃতিতে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে চীন ও ইরানের সমর্থনের নিন্দা জানিয়েছে জি সেভেন। রাশিয়ার সামরিক বাহিনীর প্রতি সহায়তা করা বন্ধ করার জন্য ইরানের প্রতিও আহ্বান জানিয়েছে তারা। তাছাড়া মস্কোর কাছে চীনা অস্ত্র উপাদান এবং ও সামরিক সরঞ্জাম হস্তান্তরের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
সূত্র : আল-জাজিরা