২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রুশ সেনাবাহিনীতে ভারতীয় নিয়োগ বন্ধ করতে আবেদন দিল্লির

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি - ফাইল ছবি

রুশ সেনাবাহিনীতে নিযুক্ত ভারতীয় নাগরিকদের যাতে অবিলম্বে অব্যাহতি দেয়া হয়, রাশিয়ার কাছে ওই আবেদন জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে রাশিয়ায় থাকা ভারতীয়দেরও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা, রুশ-ইউক্রেন যুদ্ধ থেকে তারা যেন দূরে থাকেন।

শনিবার ভারতীয় পররাষ্ট্র দফতরের মুখপাত্র রণধীর জায়সওয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, কয়েকজন ভারতীয় রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, এই খবরটি নজরে এসেছে। তাদের যাতে দ্রুত অব্যাহতি দেয়া হয়, রুশ প্রশাসনের কাছে ওই আবেদন জানিয়েছে ভারতীয় দূতাবাস। সেখানকার ভারতীয়দেরও এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

সম্প্রতি নজরে আসে, গত বছর রুশ সেনাবাহিনীর সহযোগী হিসেবে যোগ দিয়েছেন শ’খানেক ভারতীয়। এ ক্ষেত্রে চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভারতীয়দের রুশ সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছে। অন্তত তিনজন ভারতীয়কে রুশ সেনাবাহিনীর সাথে ইউক্রেন যুদ্ধেও পাঠানো হয়। এর পরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এমআইএম পার্লামেন্ট সদস্য আসাদুদ্দিন ওয়েইসি।

রুশ সেনাবাহিনীতে নিযুক্ত এমনই এক ভারতীয়ের পরিজন এ বিষয়ে হস্তক্ষেপের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছিলেন। একইসাথে হায়দরাবাদের এমপি ওয়েইসিকেও বিষয়টি জানানো হয়। এর পরেই বুধবার ওয়েইসি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোদি সরকারের কাছে বিষয়টি ফের তুলে ধরেন।

রাশিয়ার থাকা ওই ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর জন্য উপযুক্ত পদক্ষেপ করার আবেদনও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা চিঠিতে ওয়েইসি জানান, গত ২৫ দিন ধরে পরিবারের সাথে কোনো যোগাযোগ করেননি রুশ সেনাবাহিনীতে যোগ দেয়া ওই ব্যক্তি। এমআইএম এমপির দাবি, রুশ সেনাবাহিনীতে নিযুক্ত হয়েছেন যারা, তাদের মধ্যে অন্তত দু’জন তেলঙ্গানার বাসিন্দা। কর্নাটকের তিন, গুজরাতের এক, জম্মু-কাশ্মিরের দুই এবং উত্তরপ্রদেশের একজন রয়েছেন।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে লড়াইয়ের জন্য রাশিয়ার তরফে বিদেশী নাগরিকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই রুশ সেনাবাহিনীতে নিযুক্ত করা হয় অন্তত ২০০ নেপালিকে। সম্প্রতি খবর মেলে তাদের মধ্যে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন শতাধিক। এর পরেই নেপাল গত জানুয়ারিতে ঘোষণা করে, রাশিয়া ও ইউক্রেনের ক্ষেত্রে ভিসার ‘ওয়ার্ক পারমিট’ আপাতত স্থগিত রাখা হচ্ছে। এবার অভিযোগ সামনে আসতে নড়েচড়ে বসল ভারতও।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement